
মানুষ কেন বিয়ে করে? কিছুই তো বুঝি না। বিয়ে করে আবার তালাকও দেয়। আমার এক বন্ধু পুলিশে চাকরি করে। সে পুলিশে চাকরি পায় ২০১৪ সালে। বিয়ে করে ২০১৭ সালের দিকে। সেই সংসারে একটি মেয়ে হয়। তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় ২০২০ সাল থেকে। মোবাইলের নম্বর দেখতে ছিলাম। দেখলাই সেই পুলিশ বন্ধুর মোবাইল নম্বর। ফোন দিলাম। তার নাকি তালাক হয়ে গেছে। আবার নাকি সে বিয়ে করেছে।
যাই হউক। আমি আবার ঘর সংসার বিরক্ত লাগে। বিয়ে করার কি দরকার? গার্ল ফ্রেন্ড এর সাথে প্রেম করবো। আর যৌন চাহিদার জন্য তো পতিতা আছে। এখন আপনার প্রশ্ন করতে পারেন তাহলে বাচ্চা হবে কি করে? বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে একুরিয়ামে বাচ্চা উৎপাদন করার ব্যাবস্থা করছে। এটা নিয়ে গবেষণা চলছে।

এখন কউকে বিয়ে করতে দেখলে ভয় লাগে। মনে হয় যেন সে কোন রাক্ষসী, ডায়নী, পিশাচের দেশ থেকে কোন ফিমেল প্রানী এনেছে। এবং তাকে বিয়ে করেছে। আমি আমেরিকার রাষ্ট্রপতি হলে দেশে দেশে বিয়ে না করার জন্য প্রমোশন চালাতাম।
এই শুক্রবার আমার এক স্কুলের বন্ধু বিয়ে করেছে। তার জন্য শুভ শুভ কামনা। কিন্তু বিয়ে মানেই অশান্তি এটা মানুষ বুঝে না। আপনারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন আপনারা কি শান্তি তে আছেন? মনে হচ্ছে না আপনাদের স্বাধীনতা চলে গেছে??
বিশেষ করে বিয়ে করে নারী অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। বিয়ে নারীর জন্য অভিসাপ। নারীবাদী সংগঠন কে বলিবো বিয়ে নামক অভিসাপেরর বিরুদ্ধে রুখে দাড়ান। শুধু বাল্য বিবাহ নয়, সকল বিবাহ বন্ধ করুন। নারী অধিকার রক্ষা করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




