
একজন ভালো রাজনীতিবীদ হতে হলে এই গুনগুলো আপনার মধ্যে থাকতেই হবে, তাহলেই কেবল আপনি আমাদের দেশের জন্য একজন আদর্শ রাজনীতিবীদ হয়ে উঠবেন। নিচের মাত্র ৬ মিনিটের এই ভিডিওটিতে একজন যোগ্য রাজনীতিবীদ হওয়ার সমস্ত গুনাবলী খুব সুন্দর ভাবে ফুঁটিয়ে তুলা হয়েছে, তো আর দেরি নয় চলুন ভিডিওটি এক নজড়ে দেখে ফেলি।
আশা করি ক্লিপটি থেকে অনেক যোগ্যতা অর্জন করেছেন।
নিচের ক্লিপটিতে বাংলাদেশের চাকরির বাজারের বাস্তব চিত্র দারুণ ভাবে তুলে ধারা হয়েছে, ইট'স সো ফাকিন রিয়েল!! ভালো না লাগলে পয়সা ফেরৎ
নায়ক মান্নার অভিনয়গুলো লক্ষ্য করছেন? অভিনয় তো নয় যেন এক জীবন্ত চিত্র, এক সময় এই নায়কের অনেক ভক্ত ছিলাম। আমি অবশ্য মান্নার মারামারি দেখতেই আগ্রহী ছিলাম বেশি তাই সংলাপ নিয়ে এতটা মাথা ঘামাতাম না, কিন্তু এখন বুঝি মান্নার মুভি মানেই সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন, তার অভিনয় দক্ষতার কারণেই তিনি সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন।
আর বর্তমানে সে সব নায়কেরা রয়েছেন এরা নায়ক তো নয় যেন হাফ-লেডিস, অভিনয় তো নয় যেন অভিনয়; আই মিন, দেখেই বুঝা যায় এরা অভিনয় করছে। বর্তমানে যে সকল বাংলা মুভি তৈরী হয় এগুলো মুভি নয় যেন পিকনিক; মানে, কোথাও একটু ঘুরতে গেলো, একটু মৌজ মাস্তি করলো, দুই-চারটা শর্টস নিলো আর মুভি তৈরী হয়ে গেলো।
মিস ইউ মান্না, যারা যারা মান্নার ভক্ত ছিলেন তারা লাইক মারেন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




