আসমা খাতুন, রাজশাহীর একজন সামান্য পান বিক্রেতার সন্তান। দারিদ্রতার সাথে অসম লড়াইয়ে তিনি হেরে যান নি, নিজ পরিশ্রম, অধ্যাবসায় এবং অটুট মনোবলে হয়েছে ৩৪ তম বিসিএসের একজন ম্যাজিস্ট্রেট।
চট্রগ্রামের লুৎফা সানজিদা, সাধারন একজন গৃহবধু। সংসারে সচ্ছলতা আনতে হাতে তুলে নেন সুই-সুতা। আজকে তিনি একজন কোটিপতি নারী উদ্যোক্তা। তাঁর এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সারাদেশের বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা পড়ছেন কঠোর পরিশ্রম করে সফল হওয়া এই নারীর গল্প।
পাবনার নুরুন্নাহার বেগম, দেশের নারী কৃষক হিসেবে বঙ্গবন্ধু কৃষি স্বর্ণ পদক, নারী উদ্যোক্তা হিসাবে পদক সহ অনেক কিছু অর্জন করেছেন। তিনি শুধু নিজে সফল হন নি, প্রায় এক হাজার নারীকে তিনি সাবলম্বী করার কাজ করেছেন, পথ দেখিয়েছেন।
পরিবার, আর্থ-সামাজিক অবস্থান, ধর্মীয় দৃষ্টিকোণ সহ নানা চ্যালেঞ্জ থাকা স্বত্তেও আমাদের নারীরা নানান ক্ষেত্রে সফল হচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক নারীদেরকে চিনি - যাদের মেধা, উদ্যোগ এবং সাহস বাংলাদেশে নারীদের প্রকৃত ক্ষমতায়নের উজ্জল দৃষ্টান্ত হতে পারেন।
কিন্তু আফসোসের বিষয়, 'উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ' নামক পুরুষ্কার দেয়ার জন্য এরা কেউই বিবেচিত হতে পারেন নি। লজ্জার বিষয় হচ্ছে, সমাজের একটি অংশ চিরকাল নারীদেরকে ভোগ্যপন্য বানানোর মধ্যেই নারীদের ক্ষমতায়ন খুঁজে পেয়েছে এবং বর্তমানেও সেই ধারা বিদ্যমান। ফলে নারী ক্ষমতায়নের পুরুষ্কারে নোরা ফাতেহির আগমনের বিষয়টি খুবই স্পষ্ট এবং পরিষ্কার।
তবে দিন শেষে 'চেতনার বড়ি' ঠিকঠাক মতো দেয়া হয়েছে দেখে স্বস্তি পেলাম। সন্ধ্যা ৭টায় ‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনসহ অনেকে।
চিল্লাইয়া উইঠা আমিন বলার আগেই জিভে কামড় দিয়ে বললাম,
দিলবার দিলবার, হ্যা! দিলবার দিলবার।
তথ্য কৃতজ্ঞতাঃ বাংলাদেশ সংবাদ সংস্থা
ইউ এস বাংলা নিউজ।
বিডিনিউজ ২৪ ডট কম।