প্রভাকরণকে হত্যার পর আমার কাছেও একটা এসএমএস আসে।
ও কে হত্যা করা হয়েছে ! আমরা এখন বিজয়ী ! স্বয়ং রাষ্ট্রপক্ষের
খুনের দায় স্বীকার দেখে আমি হাসি। খুনীরা এরকমই হয়। শান্তি
আলোচনার নেমনত্ন্ন দিয়ে প্রতিক্ষকে নিয়ে খুন করে। গুলি চালায়।
ঝাঁঝরা করে দিতে চায় মাটি । বুকের ওপিট। আসলে কাপুরুষরাই
এটা পারে। হোক না তারা রাষ্ট্রশাষক।
আমি প্রভাকরণের প্রভাকে আবার দেখার জন্য আকাশের দিকে তাকাই।
দেখি একটুকরো রক্তাক্ত মেঘ উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। আরেকটা
বিপ্লববৃষ্টি নামাবে বলে সবুজ ও জড়ো করছে তার সকল ক্লোরোফিল।
একজন পাঁজর সর্বস্ব বৃদ্ধ একটি মোবাইল ফোন ছুঁড়ে দিচ্ছে পাহাড়ের
দিকে। ফোনটি একটি গ্রেনেড হয়ে বিস্ফোরিত হচ্ছে লংকান মসনদের
উত্তরপূর্ব কোণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




