আমার কিশোর রহস্য উপন্যাস মির্জাপুরের গল্প প্রকাশিত হয়েছে এবার বইমেলায়।
৯০ দশকের গ্রামের সহজ সরল মানুষদের স্বাভাবিক ভয় ও স্বাভাবিক বিশ্বাসকে পূঁজি করে দুষ্ট লোকেরা কি সুবিধা নেয়, নাকি সত্যিই ভূত-প্রেত-জ্বীনেরা মানুষের ক্ষতি করে, তা জানতে পড়তে হবে মির্জাপুরের গল্প।
গ্রামীণ সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, গ্রামের সালিশ বিচার, মানবিকতা ও মন্দ কাজ নিয়ে আলোকপাত করেছি মির্জাপুরের গল্পে। এটি কিশোর রহস্য উপন্যাস হলেও সব বয়সের পাঠকদেরই ভালো লাগবে আমার বিশ্বাস।
বইটি পাবেন-
ঢাকার বইমেলায়, চিলড্রেনস পাবলিকেশন এর ৮৬৮ ও ৮৬৯নং স্টলে এবং আমার কাছ থেকেও সংগ্রহ করা যাবে অর্ডার করে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১