আমরা আম জনতা , আমরা ভালা লোক পাইতেছি না , সবচে খারাপ লোক দেখতেছি , ৪দলে , একটা ভাল মানুষ কি অরা পায়না, "না ভোট" দিলে , বেশি খারাপরা পার পেয়ে যায় , এইবার গরিব মানুষ ভোট দিতে পারলে , ৪ দল পারবো না, কিছুই করে নাই গরিবের লাইগা , ৪দল যারা করে তারা ৫০০টাকা চাইলের কেজি হইলেও কিনতে পারবো, আমরা পারমু না,
রিকশা ওয়ালাও কয় , যেডি যুদ্ধের আমলে বাড়ি ঘর জ্বালাইছে, এডি এখন ভোটে দাড়াইছে , এরশাদরে দিমু অয়, খারাপ হইলেও রাজাকারগো লগে যায় নাই, হাসিনারে পছন্দ করি না , কিন্তু অর দলরে ভোট দেই নাই, কিন্তু অ্য়ই ভালা দেশ চালাইছে, জিনিষের দাম ঠিক রাখছে, কম রাখছে, খালি সন্ত্রাসিগো পারে নাই , আমাগো এত কি আছে যে সন্ত্রাসীরা জ্বালাইবো , খালি কয় সন্ত্রাস কমাইবো , বাড়াইলেও আমাগো সমস্যা নই , কি নিবো আমাগো , যাগো বেশি তাগো ডা নেইক , আমাগো ডাইল ভাতের দাম কমাইলেই খুশি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




