উপন্যাসের উপাদান...
বাংলার ক্লাসে উপন্যাসের কাঠামো বোঝাতে গিয়ে অধ্যাপক বললেন...মোটামুটিভাবে যেকোন উপন্যাসের থাকে ৪ টি মৌলিক উপাদান...
১. 'আভিজাত্য'
২. 'আধ্যাত্মিকতা'
৩. 'যৌনতা'
৪. 'রহস্য'
অধ্যাপক সবিস্তারে ৪ টি উপাদানের ব্যাখ্যা করে বললেন, "এই ৪টি উপাদানের ওপর ভিত্তি করে তোমরা প্রত্যেকে আগামী সপ্তাহে সর্বোচ্চ এক হাজার শব্দে একটা উপন্যাস রচনা করে আনবে।"
মাত্র ৫ মিনিট বাদেই ক্লাসের সবচেয়ে নিরীহ ছাত্রটা উঠে দাঁড়ালো, "স্যার, এখনই লিখেছি উপন্যাস"!
স্যার চমকিত, হতচকিত! মাত্র ৫ মিনিটে উপন্যাস!!
খাতাটা হাতে নিয়ে স্যার স্তম্ভিত!
একটা লাইনেই একটা উপন্যাস!!
জমিদার গিন্নী(আভিজাত্য) বললেন, হা ইশ্বর(আধ্যাত্মিকতা), আমি অন্তঃসত্বা(যৌনতা),
কিন্তু সন্তানের পিতা কে জানিনা(রহস্য)!!!
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:৪৪