একটি কবিতা মারাত্মক অসুস্থ হয়ে পড়ায়
ভর্তি করা হয়েছে শহরের একটি হাসপাতালে
তাকে সে হাসপাতালের I.C.U ইউনিটে রাখা হয়েছে
তার পাল্স অস্বাভাবিকভাবে কম
হৃদযন্ত্র ছন্দ হারিয়ে ফেলায় কিছুই বুঝা যাচ্ছে না
অসুস্থ সে কবিতার নাম ''বিবর্ণ বিশ্ব বিবেক''
সে সকলের নিকট দোয়াপ্রার্থী ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


