কাকপাখির দেওয়া "যেই কারনে নাস্তিকরা বেওকুব "-- পোষ্টের বারংবার রিপোষ্ট এবং নাস্তৈক মামাদের যুক্তি খন্ডনের ক্রমাগত অক্ষমতার ফলাফল ছিল মামাদের কর্তৃক কাকপাখির প্রতি তীব্র ব্লগ-প্রতিক্রীয়া এবং কাকপাখির "বেওকুব", "গাধা নাম্বার ওয়ান" ইত্যাদি খেতাব প্রাপ্তি।
(এইসব খেতাবের প্রতি কাকপাখির ব্যাপক আগ্রহ যখন নাস্তৈক মামাদের গরম ভাতে ছাই দেওয়ার উপক্রম করল [খেক খেক
কিন্তু বেয়াড়া কাকপাখি তার পোষ্টে কোন কমেন্ট না করায়, তিনি শেষ পর্যন্ত আর থাকতে না পেরে নিজেই কাকপাখির পোষ্টে গিয়ে তাঁর পোষ্টের লিংক দিয়ে আসলেন এবং তার ব্লগে এসে মল্লযুদ্ধের আহব্বান জানাইলেন। অতঃপর কাকপাখিকে বাধ্য হয়েই তার সাথে ব্লগযুদ্ধে নামতে হয়। এবং হোরাস মামার সমর্থনে অন্যান্য নাস্তৈক মামারা একযোগে কাকপাখিরে পচানো আরম্ভ করেন।
যাই হোক, কাকপাখি একটা বেওকুব পাখি হইলেও লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং লড়াই চালিয়ে যেতে থাকে।
হোরাস মামা এবং কাকপাখির ব্লগযুদ্ধের ফলাফল জানতে এই পোষ্টটি সবগুলি কমেন্ট সহ পড়তে পারেন। আশা করি উপভোগ করবেন।
(এই পোষ্টে কমেন্ট মডারেশন করা হইল না তবে ধর্ম নিয়া গালাগালি করলে কমেন্ট ডিলিট করার প্রতিশ্রুতি দেওয়া হইল
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



