সন্তাস মুক্ভ শিক্ষাঙ্গন চাই
পিস্তল হাতে ছাত্্র কেন শিক্ষাঙ্গনে যায়,
রুপনগরের হেলাল সেজে ফুটো করতে চায়।
যখন তোমরা থাকবে নিয়ে বই,খাতা,কালি,
তখনই বা শুনি কেন মায়ের বুক খালি।
আভ্র্নাদে দিশেহারা মা কাপায় সিংহাসন,
বিব্ৃতি আর শান্তনা শুনে ভরবে কি মা'র মন?
পিস্তল ছেরে কলম ধরো এ'টা মোদের দাবি,
তোমরা হবে দেশ বরেন্য সেটাই আমরা ভাবি।
নেতা নেএী ছাএ ভাইদের করছি অনুরোধ,
সন্তাস মুক্ত শিক্ষা্গন চই, চাই না বিোধ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





