যাব্বাবা!
শেষ পর্যন্ত কর্তৃপক্ষ আমাকে নিরাপদ ভাবলেন।
আমি যে এত ভংঙ্কর একটা প্রাণী তা তো জানতাম না।
প্রজাপতি দেখে আহলাদিত হতাম; কাছে গিয়ে তার পাখায় রঙের বাহার তন্ময় হয়ে দেখতাম। ধরতাম না কখনো, পাছে প্রজাপতি কষ্ট পায়।
নিজের গাছের গোলাপ মুগ্ধ হয়ে চেয়ে থাকতাম; ছিড়তাম না কখনো। গাছ যদি ব্যাথা পায়।
খাবার টেবিলে পিপড়া দেখলে ফু দিয়ে উড়িয়ে দিতাম; কারন অন্য কেউ দেখে হয়তো হাত দিয়ে ঝেড়ে মেরে ফেলতো।
কত বাসায় কত খাঁচার বন্ধি পাখি দেখে যে কেঁদেছি, তার লেখাজোখা নেই।
আর সেই হেন আমাকে কি না "নিরাপদ" পরীক্ষায় উত্তির্ন হতে লাগল পাক্কা দুই দুইটা মাস!!!
মাশা-আল্লাহ্, মাশা-আল্লাহ্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


