হ্যাঁ, এসে গেলাম।
বলা চলে আসতে হল।
অনেকদিন ধরেই অনেকেই অনেকবার করে এখানে আসতে বলল - আসা হয়নি।
বলা চলে এতদিন এতজন এতবার করে বলার কারনেই হবে হয়ত।
এসে দেখি আরেক বিপত্তি। কান্তা নামটা কমন, এটা জানি। কিন্তু তাই বলে ইয়াহু বা এখানে এত কান্তা হবে, ভাবিনি।
শুধু কান্তা - নাই।
কান্তা বিডি - নাই।
কান্তা৭৫ - নাই।
শেষে কান্তা'র সাথে আমার বিশ্ববিদ্যালয়ের নাম জুড়ে দিয়ে দিলাম,
কান্তারু - নাই।
এরপর ক্লান্ত হয়ে কান্তার সাথে দিলাম "রুখু"
যাক বাবা, পাওয়া গেল।
আমি যে লেখিকা হিসাবে পাকা নই, তা তো বুঝতেই পারছেন। আর তাছাড়া ঐ রকম হুমায়ুন-শির্ষেন্দু-সমরেশ দের মত হওয়ার ইচ্ছাও নাই। এদের না আছে ব্যাক্তি জীবন, না আছে অলস সময়।
যাই লিখি, আনন্দে লিখব।
কেউ না পড়ুক - আমি নিজে পড়েই আহাহা... আহাহা ..... বলতে থাকব।
কি বলেন, আপনাদের সমস্যা আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


