বিদ্রোহী মিয়া তার ব্লগ টাইটেলে খুব তাফালিং মারছিলো ।৩০ লক্ষ মানুষের মৃত্যুতে হে দুঃখিত না ।
এইটা নিয়া একটা পোষ্ট দিছিলাম । মান্যবর ব্লগারেরা এই বিষয়ে দৃষ্টি দেয়ায় আমগো একচোখ কানা নোটিশবোর্ড মনে লয় হের আগের ব্লগ ব্যান করছে। মাগার নোটিশবোর্ড স্যারেরা শরমে কোনো নোটিশ দেয় নাই। যদি ও আগের বার যুক্তি মিয়ার পোষ্ট মুছনের সময় স্যারেরা বড়ো কাব্যি করে ব্যখ্যা দিছিলেন ।
বিদ্রোহী মিয়া আবার নয়া নিকে ফিইরা আসছে । তারে খোশ আমদেদ। তারে কানকাটা রমজান ও কওন যায় আবার, জুতাখাওয়া গোলাম ও কওন যায়। কানকাটলে ও যার খাইছলত বদলায়না, জুতা খাইলেও যার শরম লাগেনা
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৭ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




