প্রাণের কবি নজরুল
মোঃ কামাল হোসেন
প্রেমের কবি দ্রোহের কবি
প্রাণের কবি নজরুল
জানলে যারে মানলে যারে
দূর হয়ে যায় হাজার ভুল।
বিষের বাঁশী ধুমকেতুর
আকস্মিক বিস্ফোরণে
কেঁপেছিল ব্রিটিশ রাজ
নেই কি মোটে তা স্মরণে?
এখন বাজেনা বিষের বাঁশী
দেখিনা কেন ধুমকেতু
অগ্নিবীণাও বাজেনা আর
বুঝিনা আমি এর হেতু।
আবার যদি আসতো ফিরে
আমার প্রিয় নজরুল
উপড়ে দিতো অন্যায় আর
অনিয়মের শিকড় মূল।


