আজ সারারাত বৃষ্টি হবে ,অনেক পাহাড়ের চূড়া ছুয়ে আসা বৃষ্টি ।
শহরের বাড়ি গুলো ,ভীষণ একা রাস্তা গুলো ভিজবে ।
কেউ হাত ভেজাবে জানালায় ,কেউ চোখ ।
কোন আবছায়া ব্যালকনি ,সপ্নহীন শূন্যতায় ভিজবে ।
গল্প আর সপ্ন থেকে উঠে আসা মানুষেরা হাঁটবে ,
কথা বলবে ... যেমন বলতো সেই বহুকাল আগে , পাথরের যুগে ।
অনেক বৃষ্টি হবে আজ রাতে , আমাদের এই ছোট্ট শহরে ।
-২১ মে , সাগর পাড় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


