আর্কটিক তুন্দ্রায় যাচ্ছি,
কিংবা একটা নিরব যুদ্ধে।
সাথে নিচ্ছি নিজের উপর এক সমুদ্র বিরক্তি,
আর এক অত্যুজ্জ্বল আলো।
আমার স্রষ্টা যদি চান তো আবার ফিরবো।
আপনি কোথাও যাবেন না,
বন্দোবস্ত হলে সামনের কোন এক শীতের মেলার এক কোণে বসে দু’কাপ চা খেয়ে নেবো।
তারপর হাঁটতে হাঁটতে চলে যাবো কুয়াশা জমা পুকুর পাড়ে,
অনেক গল্প বাকী রয়ে গেছে।
কোথাও যাবেন না , প্লিজ।
স্রষ্টা চান তো আমি খুব শীঘ্রই ফিরছি।
- অক্টোবরের সকাল, শীত এখনো আসেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


