আমি যেই অফিস এ জব করি, ঐ অফিস তা তে একজন শিয়াল মামা আছেন। কিছুদিন আগে উনি উনার একজন পরিচিত এর কাছ থেকে iPhone4 কিনেছেন। ৩৫,০০০ টাকা দিয়ে। উনার খুব ইচ্ছে ছিল অল্প কিছু লাভ করে নিবেন এই প্রোজেক্ট থেকে শিয়াল মামা বলে কথা ।।
এখন আর উনি iPhone4 তা বযবহার করতে পারছেন না.।.।।
আআলাহ ই জানে ফোন তা আনলক হবে কি না.।.।.।।। মামা খুব েটনশনে আসে এখন.।.।.।.।উনার বিজনেস যাই যাই.
যদিও চেষঠা চলছে কিছু করা যাই কি না.।.।.।.।.।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




