একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে ব্লগের অপার শক্তি এবং সম্ভাবনা নিয়ে নতুন কিছু বলার নেই । নিজস্ব চিন্তা, মতামত, দর্শন আর সৃজনশীলতা প্রকাশের চমৎকার মাধ্যম এই ব্লগ । ব্লগ আজ শুধু ব্যক্তিক নয়, সামাজিক-রাষ্ট্রীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও এক গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্টিত হয়েছে ।
আমরা জানি 'ব্লগ' শব্দটি 'ওয়েব লগ' থেকে এসেছে । যার অর্থ দাঁড়ায় 'ওয়েবসাইটের ডায়েরি', 'ওপেন ডায়েরি' বা 'লাইভ জার্নাল'- যেখানে একজন তার দৈনন্দিন কার্যকলাপ লিপিবদ্ধ রাখেন । সারা বিশ্বে ব্যক্তিগত ব্লগের জয়জয়কার । তবে কমিউনিটি ব্লগিংও পিছিয়ে নেই । আমাদের দেশে কমিউনিটি ব্লগিং বেশি জনপ্রিয় । কমিউনিটি ব্লগে অনেক ব্লগার এক সাথে নিজেদের মাঝে আলোচনা, বিতর্ক এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিকতা রক্ষা করেন । ব্লগারদের এই সামাজিক সক্রিয়তা সমাজ এবং রাষ্ট্রের বিবিধ ইস্যুতে সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে উৎসাহিত করে ।
কমিউনিটি ব্লগিংয়ের সাথে বিখ্যাত জার্মান দার্শনিক জুর্গেন হ্যাবারম্যানের Public Sphere ধারণার সাদৃশ্য আছে । পাবলিক স্ফেয়ার (ব্লগার ফাহমিদুল হক একে 'জন পরিসর' বলেন) এমন একটি জায়গা যেখানে মানুষ মুক্তভাবে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে । প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এক সময় এই জন পরিসরের ভূমিকা নেয় । কিন্তু বানিজ্যকেন্দ্রীকতা এবং পূজীবাদী দৃষ্টিভঙ্গীর কারণে মুলধারার মিডিয়ার জন পরিসরে ইত্তীর্ণ হওয়ার প্রচেষ্টায় ছেদ পরে ।
তবে ইন্টারনেটে সাধারণ মানুষের অংশগ্রহন এবং মুক্তমত প্রকাশের সর্বোচ্চ সুবিধা থাকায় এটা জন পরিসরের স্থান দখল করতে সমর্থ হয়েছে । আর কমিউনিটি ব্লগ হলো সেই 'জন পরিসর' এর একটি সক্রিয় মাধ্যম ।
ব্লগ নিয়ে ইতিপূর্বে অনেকেই লেখালেখি করেছেন । বিশেষ করে ব্লগার ফাহমিদুল হক এবং ব্লগার রেজওয়ান এর ব্লগ সংক্রান্ত অনেকগুলো পোস্ট আছে । তবে ব্লগ নিয়ে মৌলিক গবেষণা খুবই কম হয়েছে । বাংলা ব্লগ নিয়ে ব্লগার ফাহমিদুল হক একটি সমন্বিত গবেষণা করেছিলেন ২০০৯ সালে । ব্লগার সাদরিল গত বছর ব্লগ নিয়ে একটি একাডেমিক গবেষণা করেছেন । এর বিষয় ছিল গবেষণার ফলাফল তিনি সামহোয়্যারইনে প্রকাশ করেছেন ।
http://www.somewhereinblog.net/blog/sadrilbest/29847277
ব্লগার সাদরিল বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে বর্ধিত কলবরে আরো একটি গবেষণা শুরু করেছেন । গবেষণার শিরোনাম “social media and the culture of online public opinion: A Study on the bloggers of Bangla Blogosphere”. এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একাডেমিক গবেষনা । বাংলা ব্লগের উত্তরণ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই গবেষণা খুবই গুরুত্বপূর্ণ । এই গবেষণায় অংশগ্রহনের আহ্বান জানিয়ে তিনি সামহোয়্যারইনে পোস্ট দিয়েছেন । কিন্তু দুঃখজনকভাবে তার পোস্টে ব্লগারদের রেসপন্স ছিল খুবই কম ।
গুরুত্বপূর্ণ এই গবেষনায় সামহোয়্যারইনের ব্লগারদের অংশগ্রহন খুবই প্রয়োজন । ব্লগারদের মতামত থেকেই ব্লগিংয়ের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে । তাই এই গবেষণায় স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের জন্য ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ জানাই ।
সহজ একটা ফরম পূরণ করে দিয়ে আপনি গবেষনায় অংশগ্রহন করতে পারেন । এটি পূরণ করতে মাত্র পাঁচ মিনিট লাগবে । নিচে গুগল ডকের একটা লিংক দেয়া আছে । পিসি'র পাশাপাশি মোবাইল থেকেই এটা পূরণ করা যাবে । ফরম পূরণ করার সকল দিকনির্দেশনা লিংকে গেলে পাবেন । পরিচয় গোপন রেখেও আপনি এতে অংশগ্রহন করতে পারবেন ।
গবেষণার প্রশ্নপত্র বা ফরমের গুগল ডক লিংক;
https://docs.google.com/forms/d/1dtYFLp05gXM4ombPghWD6Xp0DgxHcHMOYWgde-zZCIg/viewform
এই গবেষণার যাবতীয় তথ্য ব্লগার সাদরিলের নিচের পোস্টে পাবেন;
http://www.somewhereinblog.net/blog/sadrilbest/29978730
আবারও সবাইকে গুরুত্বপূর্ণ এই গবেষণায় অংশগ্রহনের অনুরোধ জানই ।
হ্যাপি ব্লগিং ।।
রেফারেন্সঃ
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২