somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে যে কাজে এক্সপার্ট, তাঁর কাছেই কেবল পরামর্শের জন্য যান। মূর্খের কাছে নয়।

০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি হাদিস আছে, ভুলে গেছি কোন গ্রন্থে, তবে সহীহ, এই ব্যাপারে কোন সন্দেহ নেই। হয়তো বা মুসলিম শরীফের হাদিস, কেউ রেফারেন্স দিতে পারলে সুবিধা হবে।
হুবহু শব্দগুলো মনে নেই, তবে হাদিসটির সারমর্ম ছিল এমন, একবার নবী (সঃ) মদিনার কিছু কৃষককে একভাবে চাষ করতে দেখে বললেন, তোমরা অমনভাবে চাষ করোনা কেন?
কৃষকরা ভাবলেন, আল্লাহর নবীর পরামর্শ নিশ্চই আরও ভাল হবে। তাই তাঁরা পরের মৌসুমে সেভাবে কাজ করলেন যেভাবে নবী (সঃ) পরামর্শ দিয়েছিলেন। ঘটনা ঘটলো উল্টা। ফসল কম ফললো।
তাঁরা বললেন, "ইয়া রাসূলাল্লাহ, একি হলো!"
নবী (সঃ) বললেন, আমিতো কেবল পরামর্শ দিয়েছিলাম, তোমরাতো এই ব্যাপারে অভিজ্ঞ ও দক্ষ। দুনিয়ার ব্যাপারে তোমরা আমাদের চেয়ে বেশি জান, এবং দ্বীনের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি জানি।
মূল কথা হচ্ছে, নবী (সঃ) পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু এইটাও ঠিক, তাঁকে আল্লাহ কৃষি কাজ করতে পাঠান নাই। বিজ্ঞানের ফর্মুলা বলে দেয়ার জন্য পাঠাননাই। মেডিক্যাল ডাক্তার হিসেবে পাঠান নাই। বরং আল্লাহ পাঠিয়েছেন এইসব জ্ঞান অর্জন করে কিভাবে জীবন যাপন করতে হবে, সেই তরিকা শেখাতে। দুইয়ের পার্থক্য বুঝতে পারছেন?
অনেকেই বোঝেন না, তাই কুরআনের ভিতরে থিওরি অফ রিলেটিভিটি খুঁজে, মহাকর্ষ-অভিকর্ষ খুঁজে। বিজ্ঞানীদের গালাগালি করে বলে, ওরা কুরআন থেকে চুরি করে ফেলেছে। এবং নিজেদের বিরাট পন্ডিত ঘোষণা করে সব বিষয়ে নাক গলাতে শুরু করে।
নবী(সঃ) যখন মক্কার বাইরে ধর্ম প্রচারে বেরুতেন, তখন আবু বকরকে (রাঃ) সাথে নিতেন। কারন, আবু বকর (রাঃ) তখন গোটা আরব অঞ্চলে প্রতিটা গোত্রের ইতিহাস সম্পর্কে জ্ঞানী ব্যক্তি ছিলেন। যেই গোত্রের সাথে নবী (সঃ) দেখা করতে যেতেন, সেই গোত্রের ইতিহাস আবু বকর আগে থেকেই নবীকে (সঃ) শুনিয়ে দিতেন, যাতে তাঁর কথোপকথনে সুবিধা হয়। ভাল করে লক্ষ্য করুন, আল্লাহর নবী ইসলাম প্রচার করতে যাচ্ছেন, সেখানে তাঁর কোন আবু বকর উমার বা অন্য কারোর সাহায্যের প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন হচ্ছে কোথায়? গোত্রের ব্যাকগ্রাউণ্ড হিস্ট্রি জানতে, এবং সেখানে তিনি আবু বকরের সাহায্য নিয়েছেন। কারন, আবু বকর এই বিষয়ে তাঁর চেয়ে পন্ডিত ব্যক্তি ছিলেন।
আরেকটা উদাহরণ দেই।
বদরের যুদ্ধ ময়দানে নবী (সঃ) এক বিশেষ স্থানে অবস্থান নেন। দলে উপস্থিত এক সাহাবী জিজ্ঞেস করেন, "এটি কী আপনার নিজের সিদ্ধান্ত, নাকি আল্লাহর নির্দেশ?"
নবী (সঃ) বলেন, "আমার সিদ্ধান্ত।"
যুদ্ধবিদ্যায় অভিজ্ঞ সাহাবী বলেন, "তাহলে ইয়া রাসূলাল্লাহ, আমার মনে হয় আমাদের আরেকটু এগিয়ে অবস্থান নেয়া উচিৎ, যাতে শত্রুপক্ষ পানির কুয়ার দখল নিতে না পারে।"
নবীর (সঃ) এই পরামর্শ পছন্দ হয়। এবং তিনি সেই পরামর্শ গ্রহণ করেন।
খন্দকের যুদ্ধের ঘটনাও নেয়া যাক। কুরাইশরা যখন গোটা আরবের প্রতিটা গোত্রকে কনভিন্স করে ফেলেছে মুসলিমদের একদম জড় থেকে উপড়ে ফেলতে হবে, এবং বিরাট সেনাবাহিনী নিয়ে মদিনার পথে রওনা হয়ে পড়ে, তখন মদিনার মুসলিমদের মনে স্বাভাবিকভাবেই আতংক ছড়িয়ে পড়ে। কারন শত্রু সেনা সংখ্যা দশ হাজারের বেশি। আর মুসলিম নারী, শিশু, বৃদ্ধ সহ সব মিলিয়ে দুই হাজারও না। এত বিপুল সংখ্যক সেনার বিরুদ্ধে যুদ্ধ ময়দানে গিয়ে লড়তে যাওয়া মানে আত্মহত্যা। আবার শহরে ঢুকে পড়লেও রক্তের নহর বইবে। এই ক্ষেত্রে কী করা যায়, সেই পরামর্শ চাইলেন সাহাবাদের কাছে। ভাল করে লক্ষ্য করুন, আল্লাহর নবী (সঃ), বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামী আলেম, যুদ্ধের সময়ে কী করা উচিৎ সেটার পরামর্শ অভিজ্ঞ সাহাবীদের কাছে জানতে চাইলেন।
এরপরের ঘটনা আমরা সবাই জানি। সালমান আল ফারিসি (রাঃ) বলেন, তাঁর অঞ্চলে (পারস্য) খন্দক খনন করে শত্রুকে রুখে দেয়ার রীতি চালু আছে।
নবী (সঃ) সাথে সাথে এই পরামর্শ গ্রহণ করলেন। আবারও লক্ষ্য করুন, আল্লাহর রাসূল, কাফির কুফফারদের যুদ্ধরীতির টেকনিক/টেকনোলজি গ্রহণে পিছপা হননি। কারন, তখন এটাই একমাত্র খোলা পথ। তাৎক্ষণিক নির্দেশ দিলেন, মদিনার প্রবেশদ্বারে খন্দক খনন শুরু করা হোক। শত্রুপক্ষ আসার আগেই যেন গর্ত খোঁড়া হয়ে যায়।
এইরকম আমরা দেখতে পাই, সিরাতুন্নবীর নানান মোড়ে আমাদের রাসূলুল্লাহ (সঃ) নানান ব্যক্তির কাছে পরামর্শ গ্রহণ করেছেন। যারা এইসব দুনিয়াবী ব্যাপারে তাঁর চেয়ে অভিজ্ঞ। হ্যা, দ্বীনের ব্যাপারে, তিনি কখনই কারোর কাছে যাননি। সেটা সরাসরি আল্লাহর সাথে তাঁর যোগাযোগ। তিনি কাউকে জিজ্ঞেস করেননি পানি নেই, নামাজের সময় চলে যাচ্ছে, এই অবস্থায় ওযু কিভাবে করবো? বরং, এইসব প্রশ্ন লোকে তাঁর কাছে করেছে। কিন্তু যখন দুনিয়াবী সমস্যায় পড়তে হয়েছে, আল্লাহর কাছে ভরসার পাশাপাশি তিনি এইসব বিষয়ে অভিজ্ঞ লোকদের পরামর্শ গ্রহণ করেছেন।
এই পর্যন্তও সবাই ক্লিয়ারতো?
এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে, লোকে একজনের মধ্যেই সবকিছু দেখতে চায়। যেমন, একজন হুজুরকে জিজ্ঞেস করবে, হুজুর, করোনা হলে কী করবো?
হুজুর কি উত্তর দিবে তার আগে বেকুব প্রশ্নকারীকে কানে ধরে উঠবস করানো উচিৎ। কারন, করোনা একটি শারীরিক ব্যাধি, এর চিকিৎসা ঔষধে, হুজুর কোন ডাক্তার নন (যদিনা মেডিক্যাল ডিগ্রি থাকে) কাজেই এমন আহাম্মকি প্রশ্নের মানে কি?
বেশিরভাগ ক্ষেত্রে হুজুরেরও উত্তর হয় সেইরকম জঘন্য।
"এই দোয়া প্রতিদিন এতবার পড়ে ফুঁ দিবেন, ইন শা আল্লাহ, করোনা হবে না। হলে কুরআন মিথ্যা হয়ে যাবে।"
খাইছেরে! এই ধরনের কনফিডেন্সতো রাস্তার ট্রাফিক সিগনালে ট্রাফিক কন্ট্রোল করা ন্যাংটা পাগলেরও থাকেনা।
হুজুর, সে যদি সত্যিকারের আলেম হয়ে থাকে, তবে সে অবশ্যই বলবে, "দেখুন, আপনি দোয়া করতে পারেন, কিন্তু আপনাকে সুস্থ হতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দোয়া, এবং "দাওয়া" একসাথে হতে হবে, এবং বাকিটা আল্লাহর হাতে।"
এই বিনয়টাই আমরা দেখিনা। উল্টা অহংকারী হুজুরকে বলতে শোনা যায়, "ওরা আমাদের কুরআন থেকে ফর্মুলা চুরি করে ফেলেছে। একেকটা মহাচোর! বাটপার!"
হাদিসে আছে মধু আর কালিজিরায় শিফা আছে, তাই ক্যান্সার হলে আপনি মধু আর কালিজিরা খেলেন, কোন কেমো থেরাপি, কোন ওষুধ খেলেন না - এই শিক্ষাতো ইসলাম আপনাকে দিচ্ছে না। মাথায় রাখুন, চৌদ্দশো বছর আগে ওষুধপত্র ছিল না। তখন কিছু জটিল রোগে লোকে উটের পেশাবও খেত। এখন বিজ্ঞান অনেকদূর এগিয়েছে। কোটি কোটি বিজ্ঞানী গবেষণা করে ওষুধগুলো বানিয়েছে। আপনি আদর্শ মুসলিম হলে অবশ্যই এর এডভান্টেজ নেবেন। আমাদের নবী (সঃ) এই যুগে জন্মালে এমন নির্দেশই তিনি দিতেন। কালিজিরা-মধু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কিন্তু পোলিও, জলাতংক ইত্যাদি ঠ্যাকাতে আপনাকে ভ্যাকসিন নিতেই হবে। বুঝাতে পারছি? নাকি তর্ক করতে চান?
একজন আমাকে বললেন, "করোনায় মৃতের জানাজা কেউ ছুঁয়ে দেখছে না। অথচ মৃতের শরীর থেকেতো ভাইরাস ছড়ায় না। এই সম্পর্কে কোন হাদিস আছে কিনা।"
দেখুন, এই বিষয়ে ইসলামকে অবশ্যই ডাক্তার/বিজ্ঞানীদের সাথে হাতে হাত ধরে চলতে হবে। কারন বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এর গবেষণায়। ওরা যদি বলেন, করোনা আক্রান্তের শবদেহ ছোঁয়া যাবেনা, তাহলে অবশ্যই সেই শরীর ধরতে যাবেন না। ইসলাম আপনাকে বাধ্য করেনা। জানেন নিশ্চই, যুদ্ধক্ষেত্রের শহীদের গোসলের প্রয়োজন নেই, তাঁকে তাঁর পোশাকেই, রক্তাক্ত দেহেই আপনি কবরে শোয়াতে পারবেন। কেয়ামতের দিন, এই রক্তের কারণেই তাঁর শরীর হবে মৃগনাভির চেয়েও সুগন্ধময়। হাদিসের কথা।
যদি বলে জানাজা পড়া যাবেনা (এখনও বলেনি) তাহলে জানাজা পড়া জরুরি নয়। কারন শহীদের জানাজার প্রয়োজন হয়না। বদর, ওহুদ ইত্যাদি যুদ্ধের শহীদদের জানাজার নামাজ হয়নি।
যদি বলে কবরের স্থান হচ্ছে না, গন কবর দিতে হবে। তাহলেও সমস্যা নেই। কারন ওহুদের যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে একই কবরে একাধিক শহীদের লাশ দাফন করা হয়েছিল।
দেখুন, ইসলাম ধর্ম অনেক অনেক অনেক সহজ একটি জীবন ব্যবস্থা। আমরা জানিনা বলেই শুধু শুধু কঠিন করে তুলি। এই যে জুম্মার কথাই ধরা যাক, ইসলামে আমাদের বাধ্য করছে না ইমার্জেন্সি পিরিয়ডে মসজিদে গিয়ে জামাতে দাঁড়াতে। বরং নিয়ম আছে, বাড়িতে অবস্থান করে নামাজ আদায় করতে। হ্যা, যখন সবকিছু সুস্থ স্বাভাবিক, তখন যেকোন নামাজ জামাতে আদায় না করার জন্য আল্লাহ প্রশ্ন করবেন। আমরা করছি ঠিক এর উল্টা। আমরা যখন স্বাভাবিক জীবন থাকে, তখন জোহরের নামাজে এক আধ কাতারের বেশি মানুষ জামাতে দাঁড়াই না। এখন যেহেতু ইমার্জেন্সি পিরিয়ড, এখন আমাদের ধর্মীয় চেতনা বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। কেরানীগঞ্জে এক করোনা রোগী যেমন জামাতে নামাজ আদায় করায় এখন গোটা শহর লকডাউন করতে বাধ্য হয়েছে। এইসব বেয়াক্কেলামির ফলেই। দিল্লির তাবলীগ পার্টি কি কেয়ামত নামিয়ে ফেলেছে সেটাতো এখন সবাই জানেনই। তারপরেও আক্কেল না হলে কিছু বলার নেই।
তা যা বলছিলাম, ইসলামের অনেক শিক্ষার একটি শিক্ষা হচ্ছে, দ্বীনের পরামর্শের জন্য আপনি আলেমের দ্বারস্থ হতে পারেন। আপনার প্রশ্ন হবে দ্বীন কেন্দ্রিক। বেতের নামাজে দুয়া কুনুত পারেন না, কি করতে হবে। নামাজে দাঁড়াতে হলে নিয়্যত কি আরবীতেই পড়তে হবে? কুরআন সঠিক তাজউইদ কোত্থেকে শিখতে পারেন ইত্যাদি। জ্বর এসেছে, প্যারাসিটামলের দাম পাঁচ টাকাও না, সরকারি ডাক্তার ফ্রিতে চেকাপ করে দিচ্ছেন, তারপরেও হুজুরের কাছে পানি পড়া নিতে যাওয়াটা আহাম্মকি। হুজুর সূরা ফাতেহা পড়ে আপনার পানিতে ফু দিবে, যেটা আপনি নিজে পাঠ করলে আপনার নিজের সোয়াব বেশি হতো। কমন সেন্স এপ্লাই করেন ভাই।
বিয়েতে বনি বনা হচ্ছেনা, দৌড়ালেন হুজুরের কাছে। উনিতো ম্যারেজ কাউন্সিলর না। ফলে হয় তালাক হয়ে যাচ্ছে, নাহয় অসুখী জীবন টানতে হচ্ছে। আরে ভাই, প্রফেশনাল কাউন্সিলররা বসে আছেন আপনাদের বিয়ে বাঁচাতে। তাঁদের পরামর্শ নিন।
অথবা এই যেমন এখন, করোনা ভাইরাসের ফর্মুলা স্বপ্নে পেলেন একজন, সেটা বললেন হুজুর, এই নিয়ে আপনারা আনন্দে গদগদ হয়ে গেলেন। আরে ভাই, কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, বিজ্ঞানীরা লম্বা লম্বা শিফটে কাজ করে যাচ্ছেন, এক চরম ঘোড়দৌড় চলছে গোটা বিশ্বব্যাপী কে কার আগে ভ্যাকসিন আবিষ্কার করতে পারবে, এমন মুহূর্তে একদল গোমূত্র পান করছে, একদল প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ গ্রহণ করে বিষক্রিয়ায় মারা গেছে, আরেকদল থানকুনি পাতা খেয়ে ভাইরাস মারার চেষ্টা করছে , এইসব কি ভাই?
এতদিনে যা সর্বনাশ করার করে ফেলেছেন। এখনও যদি আক্রান্ত না হয়ে থাকেন, তবে এখনও সময় আছে নিজেদের বাঁচাবার। দয়া করে, যখন শুনবেন কোন বৈশ্বিক মহামারী ধেয়ে আসছে, তখন দয়া করে এই ব্যাপারে এক্সপার্টরা কি বলে সেই অনুযায়ী পদক্ষেপ নিবেন। আপনি যদি বাংলা সাহিত্য শিখতে আইনস্টাইনের কাছে যান, এবং আপেক্ষিক তত্ব বুঝতে রবীন্দ্রনাথের কোচিং করেন, আপনার ফেল হওয়া আটকাবে কার সাধ্য?
আরেকটা ব্যাপার, "আল্লাহর উপর ভরসা আছে" বলে এমন কিছু করতে যাবেন না যা জীবন মরনের প্রশ্ন না। "আল্লাহর উপর ভরসা আছে" বলে আপনি পিপিই শরীরে প্যাঁচিয়ে মানুষের চিকিৎসায় যেতে পারেন, কিন্তু মোড়ের দোকানে চা খেতে যেতে পারেন না। সামাজিক দৃষ্টিকোণ থেকেতো অবশ্যই, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আপনার অপরাধ দন্ডনীয়। শরিয়া আইন অনুযায়ী অন্যের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে আপনাকে বেত্রাঘাত করা উচিৎ। আফসোস। সেটা সম্ভব হচ্ছে না। আপাতত বাংলাদেশে ইমিডিয়েট বেসিসে ১৪৪ ধারা জারি হওয়া জরুরি। নিউইয়র্কের অবস্থা দেখছেন? গোটা আমেরিকার অবস্থা আগামী কয়েকদিন শুধু দেখে যাবেন। আর শুধু মনে রাখবেন, আমেরিকান চিকিৎসা ব্যবস্থার ১%ও বাংলাদেশে নেই। এরপরেও আমাদের এই অবস্থা। তাহলে বাংলাদেশে কি হবে। ইয়া নফসি ইয়া নফসি পড়ার এখনই সময়।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াত শিবির রাজাকারদের ফাসির প্রতিশোধ নিতে সামু ব্লগকে ব্লগার ও পাঠক শূন্য করার ষড়যন্ত্র করতে পারে।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৯


সামু ব্লগের সাথে রাজাকার এর সম্পর্ক বেজি আর সাপের মধ্যে। সামু ব্লগে রাজাকার জামায়াত শিবির নিষিদ্ধ। তাদের ছাগু নামকরণ করা হয় এই ব্লগ থেকেই। শুধু তাই নয় জারজ বেজন্মা... ...বাকিটুকু পড়ুন

হাওরের রাস্তার সেই আলপনা ক্ষতিকর

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের ইতিহাসে দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের ‘অলওয়েদার’ রাস্তায়। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে... ...বাকিটুকু পড়ুন

ছবির গল্প, গল্পের ছবি

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×