somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং অবসরে কবিতা লেখার চেষ্টা করি।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঘুমায়ে পড়ি যদি কোন দিন

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:৫৮

ঘুমায়ে পড়ি যদি কোন দিন
আর জাগবো না জেনে,
সেদিন তোমাদের সাথে
বহিবে কী এই বুড়ি বংশী
অপরূপা মীনকণ্যাদের ল’য়ে!
ভাসিবে কী কচুরি ফুল-
কাটিবে কী সাঁতার দুরন্ত শুশুক
তাহার রূপোলি জলে!

এ জীবন শুকায়ে গেলে কোন দিন,
পূর্ণিমার চাঁদ দিবে কী ডাক
এই বংশীর জলে বাঘা পুঁটিদের প্রাণে!
তাহাদের দেহ মধ্যরাতে
ভাসিবে কী অমরাবতীর জোস্নায়!
জাগিবে কী নতুন প্রাণ
চুপিসারে জলের সোঁদা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন;
যতই আসুক ঝড় ঘনিয়ে,
যতই আসুক দুর্বার সমীরণ,
থামাতে পারবে না কিছুতেই জাগরণ,
এ জীবন চলবে - চলবেই আমরণ:
তুমি আছো কাণ্ডারি হয়ে
ডুবাতে পারবে না তরী অশনিহনন;
বঙ্গবন্ধু, তোমায় হৃদয়ে নিয়ে
চলছে ধন্য এ জীবন।

আসুক যতই কালো রাত,
আনবো আমরা নতুন প্রভাত;
বুকে আছে অসীম সাহস,
শত্রুর কাছে মানবো না বশ:
তুমি আছো দিশারী... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯

অনেক নক্ষত্র ঝরে যায় পৃথিবীর উপত্যকায়,
অনেক মেঘ মরে যায় আকাশের শূন্যতায়;
বুকের গভীরে বাজে শুধু করুন বাঁশি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।

পথ চলতে চলতে নদীও হয় ক্লান্ত,
কচুরিপানার ভীড়ে জলের গান তাই পরিশ্রান্ত;
কপোলের টোলে আর হাসে না হাসি,
কখনো হলো না বলা তাকে 'ভালোবাসি'।

বলাকার পালকে হারায় বিকেলের ব্যথিত রোদ,
পাঁজরে পাঁজরে বয়স নিয়েছে নিষ্ঠুর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

ফিরে এসো কবি

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২৮ শে মে, ২০১৭ রাত ১০:০০

উৎসর্গঃ জীবনানন্দ দাশ

নক্ষত্রের চোখে আছো আজো
হে নৈশব্দের কবি, আবার জাগো
এই বাংলায় পৌষের কুয়াশা সরায়ে
বনলতা সেনের বীজমন্ত্র বুকে লয়ে।

চিলের সোনালি ডানায় উড়ে
চলে গেছ দূরে অনেক দূরে
আকাশের উপরে আকাশলীনার নীড়ে;
ফিরে এসো কবি কার্তিকের ভোরে
এই বাংলায় ধানসিড়িটির তীরে
বুনো হাঁস আর বকেদের ভীড়ে।

সুদর্শন আজো উড়িতেছে গোধূলি সন্ধ্যায়,
হিজলের পাতা আজো ঝরিতেছে হায়
অন্ধকারে নির্জন পথের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

আর কোনদিন ফিরে আসিবে না সে

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:০২

আর কোনদিন ফিরে আসিবে না সে
এই বুড়ী বংশীর তীরে,
ভরিবে না ধূসর কলস তাঁহার রূপোলী জলে।

আর কোনদিন সাঁতার কাটিবে না সে হায়
হংসমিথুনদের সাথে,
অপরূপা মীনকন্যাদের সাথে সে যে
হারায়ে গিয়েছে জলের অন্ধকারে।

ধূলো-বালি-কাঁদা মাখা বাংলার মেঠো পথে
আর কোনদিন হাঁটিবে না সে,
বাজিবে না ঘুঙুর তাঁহার করুন শঙ্খের মতো সুরে।

কলমির দামে কচুরিপানার ভীড়ে
আর কোনদিন নামিবে না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

হৃদয়ে বড় ব্যথা নিয়ে জেগে থাকি

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

পেঁচার ডানায় অন্ধকার নেমে এলে,
চারিদিকে সকরুণ বিষন্নতায়
জোনাকির আলোয়
হৃদয়ে বড় ব্যথা নিয়ে জেগে থাকি।

চারিদিকে প্রাগৈতিহাসিক অন্ধকারে
মাথার ভিতরে মড়ার খুলির দীর্ঘশ্বাস
বুকের গভীরে জাগায় শতাব্দীর হাহাকার,
কে সরাবে হৃদয়ের বেদনা ভাড়!
পৃথিবী ঘুমায় আজ-
শুধু কবির চোখে কোন ঘুম নেই।

সোনালি মাছের দিন নেই আর
কচুরিপানার ভীড়ে হারায়ে গেছে সে যে
বুড়ী বংশীর ধূসর জলে।
কবির চোখ তবু খোঁজে ফিরে
যদি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

স্বপ্ন

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:১২

বুকে স্বপ্ন নিয়ে একটি লোক অবিরাম হেঁটে যায়...
চৈতন্যে স্বপ্ন নিয়ে একটি লোক অবিরাম হেঁটে যায়…
দিগন্তে মিশে যাবার আগে সে স্বপ্নটি নীলিমায় রেখে যায়-
সেই স্বপ্নটি একসময় আরেকজন লোকের চোখে চলে যায়…
আরেকটি লোক সেই স্বপ্ন বুকে নিয়ে অবিরাম হেঁটে যায়…
আরেকটি লোক সেই স্বপ্ন চৈতন্যে নিয়ে অবিরাম হেঁটে যায়...
দিগন্তে মিলিয়ে যাবার আগে সেও... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

শিপ্রা, তুমি চাইলে

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

শিপ্রা,
তুমি চাইলে-
আমি মন্ত্রীসভার রীতিনীতি উপেক্ষা করতে পারি।
তুমি চাইলে-
আমি প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রত্যাখান করতে পারি।

শিপ্রা,
তুমি চাইলে-
আমি স্বর্গের সব জানালা নির্দ্বিধায় ভাঙতে পারি।
তুমি চাইলে-
আমি জাহান্নামে অসংখ্য গোলাপ ফোটাতে পারি।

শিপ্রা,
তুমি চাইলে-
আমি আমেরিকার ভিসা ছুঁড়ে ফেলতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার করুণ দু'চোখে স্বপ্ন হতে পারি।

শিপ্রা,
তুমি চাইলে-
আমি তোমার উর্বর দেহে দুর্বার নদী হতে পারি।
তুমি চাইলে-
আমি তোমার বুকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

To Tune You into a Hearty Jingle

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

Let the dusk come and the sun sink
Into the blues of the ocean;
Let the night come and the stars blink
At the door of the heaven;
Let the dawn come and the sun shine
To see you in the heart of the Rhine.

Let the flowers bloom and the birds sing
All around in the... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

আর কত লবণাক্ত পিচ্ছিল পথ,
অহরহ শৈত্য প্রবাহ,
হুল ফোটানো মন্দ বাতাসঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন অস্থি মাংশ চামড়ায়
শুধু শুধু বয়সের ছাপ ফেলা?
এর চেয়ে ঢের ভালো ঘরে ফেরা।
আর কত ছিন্ন-ছেঁড়া আকাশ,
ন্যাড়া বন,বিপন্ন বিরূপ চাঁদ,
বরফবন্দী নদী অন্ধ জানালাঃ
এসব তো আমার জন্য নয়,
হয়তো তোমার জন্যও নয়-
তবে কেন স্বপ্নকে মেরে ফেলে-
শুধু... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

তবু কবিতার ভাষায় বলতে চাই

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২৪ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৪

আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চোখে ডুবে যায় যেন
এটম বোম আর হিরোশিমা নাগাসাকির ক্ষত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চুলের বিদিশার নিশায় হারায় যেন
এ জগতের কালো অন্ধকার যত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার দেহের সবুজ উপত্যকায়
তামসিক সন্ত্রাসীরা যেন
করজোড়ে নতজানু দাঁড়িয়ে যায়
নিঃশর্ত ক্ষমা প্রার্থনায়।
আমি কবি নই
তবু কবিতার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

তিলোত্তমা বাংলা

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

তিলোত্তমা বাংলা,
যত সহজে তোমাতে কথা বলতে পারি,
কল্পনায় ভাসতে পারি, স্বপ্ন দেখতে পারি,
আর কোন ভাষায় তা’ পারি না।
যত সহজে বাতাসের সুগন্ধ অনুভব করতে পারি,
দেখতে পারি অবারিত সবুজ আর হলুদের সমারোহ,
বুঝতে পারি পদ্মা-মেঘনা-যমুনার অন্তঃসলীলা গান,
আর কোন ভাষায় তা’ পারি না।

তিলোত্তমা বাংলা,
যত সহজে ভালোবাসতে পারি,
পড়তে পারি রমণীর গভীর মৌনতা,
ছুঁইতে পারি বসন্ত মনের স্নিগ্ধতা,
গাইতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

To Love with No Fear

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

The sky is crying down
With the ample falling rain,
My heart is chastely flown
On the wings of crane;
Tonight I need a shoulder
For my sorrows to shower,
Shipra, would you be here
To love with no fear! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

মানবিক চিত্রকল্প – এক

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

জানালার ধারে একটু উঁকি দিয়ে
সহসা সন্ধ্যার অন্ধকারে ডুবে গেল সূর্যটা,
বিছানায় শুয়ে স্মৃতির খড়কুটো নেড়ে
কেটে যায় কিছুটা সময়।
ঝরাপাতার মর্মরে মনে হয়-
একদিন নির্জনে আমিও ঝরে যাবো
রাতের কোন এক নক্ষত্রের মতো।
কয়েক জোড়া চোখে ঝরবে জল কিছুদিন-
অতঃপর চোখের আঙিনার সকল কান্না
ধুয়ে যাবে বংশীর জলে।
সময়ের সুবাতাস ধীরে ধীরে
মুছে দিবে তাহাদের হৃদয়ের ক্ষত।
শুধু অসমাপ্ত পড়ে থাকবে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

অনেকতো হলো, এবার চলো

লিখেছেন মোঃ সফি উদ্দীন, ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।

আর কত দূষিত বাতাস
বুকে নিয়ে বেঁচে থাকা!
আর কত বর্জ্যের গন্ধ
মুখে নিয়ে বসে ভাবা!

অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।

আর কত চাঁদ খোঁজা
উঁচু উঁচু ভবনের ফাঁকে ফাঁকে!
আর কত হারিয়ে যাওয়া
জন বিহবল পথের বাঁকে বাঁকে!

অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৪৯১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ