টানা ৩ দিনের ছুটি পাওয়া গেলো অক্টোবরে। কোথায় যাবো? বা কোথায় কোথায় যাবো এটা ভাবতে লাগলাম। সাথে খরচা পাতির ও একটা বিষয় আছে। আমি আবার বাজেট ট্রাভেলার। সবচেয়ে কম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট চাই।
√ পুরো কাপ্তাই লেক এর এ মাথা হতে শেষ পর্যন্ত যাওয়া আমার অন্তরের গহীনে লুকানো স্বপ্ন। প্রতিবার ছুটি পেলে ভাবি এবার স্বপ্ন পূরণের দিকে ছুটবো কিন্তু কিছুটা প্রত্যন্ত এলাকা হওয়ায় ট্যুর মেট পাওয়া মুস্কিল। আর এবার পানি কম ছিল আর কচুড়ি পনার বাড়-বাড়ন্ত ও ছিলো। সব মিলিয়ে এবারও পেন্ডিং হয়ে গেলো কাপ্তাই লেক এর শুরুতে যাওয়া।
√ অফ সিজনে ট্রলারে চেপে ফ্যামিলিসহ সেন্ট মার্টিন ভ্রমন আমর কাছে একটা স্বপ্নর মতন। আমি যেকোন মূল্যে এই স্বপ্ন ছুতে চাই। আমার বেগম যদিও রাজি হবে না তবে ঘুষ-টুশ দিয়ে ম্যানেজ করে ফেলব। কিন্তু সমস্যা বাধে অন্য বুন্ধু রা এই ট্রিপের কথা শুনলেই চোখ কপালে তোলে। ইশ কি চমৎকার রোলিং হবে ভাবতেই আমার হৃদয়ে গিটার বেজে ওঠে। তবে কেউ না গেলেও ইনশাল্লাহ আগামী বছর ২০২৩ এ ই যাত্রা টা সম্পূর্ণ করব।
যাই হোক এসব আকাশ কুসুম ভাবতে ভাবতেই আজিজ ভাই বললেন যে চলেন রাজশাহি-নাটোর একটা ট্রিপ দিই। এই মধ্য আশ্বিনে রাজশাহী ঘোরার নাম শুনলে সবাই চোখ কুচকে তাকায়। আমার বিবি যখন রাজি হয়ে গেছে তখন “মিয়া বিবি রাজি তো ক্যা করেগি রোদ বাবাজি’’। আমরা ৩ পরিবারের ৬ জন এবং বাচ্চা –কাচ্চাসহ মোট ‘‘ওরা ১১ জন।’’
কমলাপুর থেকে ট্রেন ছাড়লো …………… ৬ অক্টোবর দুপুর ৩.৪৫ মোট ১ ঘন্টা লেট




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


