অবসকিউর
ভোকাল- টিপু
বানের জলে লাগলে আগুন ফাইদা লোটে না ভাইজানে, ব্যানার লেখে সাহায্য দাও বন্যা দুর্গত জনে।
...হায় রিলিফ নোটে কিইন্না গাড়ি...ভাইজান যায় শ্বশুর বাড়ি ।
মিয়াঁ ভাইজানের বড় ছাওয়াল , ডেটিং করে লেটেস্ট কারে, রাজার হাটে (যশোর) বেনসন ফোকে, সুইট ডাকে প্রেমিকারে।
...হায় রিলিফ নোটে কিইন্না গাড়ি…. ভাইজান যায় শ্বশুর বাড়ি ।
আমগো হারুন হ্যারলড হইছে ...। সেও তো ভাইজানের ছাওয়াল, গুলশানে সব ইংরাজি নাম, তার বেলায় ক্যান হইব অকাল।
….হায় রিলিফ নোটে কিইন্না গাড়ি..., ভাইজান যায় শ্বশুর বাড়ি ।
সরকারে দেয় আপার রিলিফ, ভাইজানে খায় বড় খাসি
রিলিফ তো সব খাইল ভাইজান, ক্যামনে পাইব বন্যাবাসী ??
....হায় রিলিফ নোটে কিইন্না গাড়ি..., ভাইজান যায় শ্বশুর বাড়ি
বানের জলে লাগলে আগুন ফাইদা লোটে না ভাইজানে, ব্যানার লেখে সাহায্য দাও বন্যা দুর্গত জনে।
...হায় রিলিফ নোট কিইন্না গাড়ি...ভাইজান যায় শ্বশুর বাড়ি ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




