সাকিব আল হাসান কে দেয়া শাস্তি নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে নানান মুখি প্রতিকৃয়া দেখা যায়। আমার কথা যারা তার এই শাস্তির পক্ষে তাদের নিয়ে !!
সাকিব বিদ্বেষি অধিকাংশের মুখেই যেই কখাটা শোনা যায় তা হলো: বাংলাদেশের মানুষের ভালবাসা পেয়েই নাকি সাকিবের এই অবস্হান, মানুষের ভালবাসা না পেলে আজ সাকিব এই জায়গায় আসতে পারতো না !! (কি অদ্ভূৎ তাই না)
যদি আপনাদের কথা মতই আপনাদের ভালবাসার এতই শক্তি হয় তাহলে তো একা সাকিবকে ভালবেসে বাকি খেলোয়ারদের সাথে আপনারা চরম অন্যায় করেছেন !! আপনাদের ভালবাসা তো সবারই পাওনা !!!
আর শুধুমাত্র ভালবাসাই যদি একজন মানুষকে এত্তো এত্তো অর্জন এনে দিতে পারে তাহলে দলের সবগুলা খেলোয়ার কে দেশের প্রখ্যাত সব গে-দের হাতে তুলে দেন সবগুলারে ভালবেসে উন্নতির শির্ষে নিয়ে যাক !!
বি: দ্র: রোজার দিন তাই আর কিছু বল্লাম না।