আমি আর দুলাল
বছিরের দোকানে যেয়ে বললাম...... দুইকাপ চা দে
সাথে ছিলো মুশতাক আর
আক্কাস
আমাদের চোখে ছিলো সহস্র বছরের
পুরোনো নক্ষত্রের ঘুম
বিগত জীবনের ফেলে আসা পাপের ভারে
আমরা ছিলাম নতজানু
আক্কাসের পাপ একটু বেশি ছিলো
মুশতাক ছিলো নির্বাক ......
মুশতাকের নীরবতা আমাদের পীড়া দিচ্ছিলো তাই
বছিরকে ডেকে বললাম ... এই , তোর চা হয়েছে রে
তারপর শোনা গেল লাশকাটা ঘরে ... নিয়ে গেছে তারে ( আবদুল বছির )
তার কথা শোনে আমি আর গে দুলাল
হো হো করে হেসে উঠলাম
তখন মুশতাক চিতকার করে বললো .....
আমি আর চা চাই নে চাই নে ...... চাই নে
আমি খাবো চিকেন ফ্রাই , বিফ সাসলিকা আর ..
সাথে টাইগার ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




