সূর্যের কিরণ

সূর্যের কিরণ
- মনোয়ারুল ইসলাম মুরাদ
সূর্যের কিরণ পড়িয়াছে মোর মুখের উপর,
পড়ে নাই তার তেজ,
জ্বলি নাই মুই তার দ্বীপ্তিতে।
কেমনে গড়িব... বাকিটুকু পড়ুন

আমি হারিয়ে গেছি
মনোয়ারুল ইসলাম মুরাদ
আজকে আমায় খুঁজতে এসো না
আমি হারিয়ে গেছি
অজানা এক প্রান্তরে ।
দেখো খুঁজে হয়তো পাবে নিজের মাঝেই
আমি হারিয়ে গেছি আজ
অজানা এক প্রান্তরে।
তোমার মাঝেই আছি;
তবুও লক্ষ যোজন দূরে।
আজ আমি হারিয়ে গেছি বহুদূরে
হয়তো আমরা হারিয়ে গেছি;
দুজনের... বাকিটুকু পড়ুন
আমি তো এক বেদুঈন,
আমি তো এক যাযাবর
ঘুরে ঘুরে অনুর্বরকে করি উর্বর।
আমি তো এক ভবঘুরে,
চলে যাব একদিন অনেকদুরে।
পাবে না খুঁজে আমায় আর ঘুরে ঘুরে
রব না তোমাদের মাঝে
চলে যাব একদিন অনেকদুরে।
