দাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কবিরাজ ডাকা হলো কিন্তু লাভ হলো না। দাদী পরপারে চলে গেলেন। এরপর দাদীকে শ্বশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই সুরে সুরে বলছে, বল হরি, হরি বল....................হঠাৎ.......
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
চারজনের একজনের পা গর্তের মধ্যে পড়ার কারনে খাটিয়া একটা ঝাকি খেল। ওমনি দাদী উঠে বসল। একি দাদী মরেনি ?
এর কিছুদিন পর আবার দাদী অসুস্থ হলো। এবারও কবিরাজ মশাই বললেন আর আশা নাই। দাদী মারা গেল।
এবার দাদু খাটিয়ার সামনে সামনে হেরিকেন নিয়ে আগাচ্ছে শ্বশান ঘাটের দিকে। আর সুরে সুরে বলছে, বল হরি, গর্ত সাবধান, বল হরি, গর্ত সাবধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




