কবিতা: বিদায় বললেই বিদায় হয় না

লিখেছেন অন্ধকার রাজ্যের রাজা, ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫


যারে ভালোবাসি তারে বিদায় বলি কি করে বলো।
বিদায় বললেই তো আর বিদায় হয় না।
অশ্রুজলে শিক্ত দু'চোখ মানে কি বিদায়?
বিদায় বল্লেই তো হৃদয়পটে আঁকা বদন মুছে যায়না।
বে-নামি চিঠি পত্তর রয়ে যায় বইয়ের ভাজে।

স্মৃতি তো আর জমাটবদ্ধ ধোঁয়া নয়,
কিছুকাল পরে মিলিয়ে যাবে হাওয়ায়।
স্মৃতি তব প্রতিবিম্ব, হায়েনার মতো
তাড়িয়ে বেড়ায়, --পিছু ছাড়ে না।
বিদায় বললেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     like!