আমি নিজেও ছবি দেখতে, তুলতে ও সংগ্রকরতে খুবই ভালবাসি ও এটি আমার প্রিয় শখগুলোর অন্যতম, তবে ছবি দেখতে ও সংগ্র করতে যতটুকু পারদর্শী সেই তুলনায় আমি ছবি তুলতে খুবই দুর্বল,
তাছাড়া ভাল ছবি তোলার মত উন্নত ক্যামরা ও পর্যাপ্ত সময়, ছবি তোলার উদ্দেশ্যে ভিবিন্ন জায়গায় ভ্রমণের মত সময় ও আর্থিক কোনটাই আমার যথেষ্ট পরিমাণ নেই, তারপরই চেষ্ট করি যতটুকু সময় আর যে একটি দুর্বল ক্যামরা আছে তা দিয়ে অন্তত প্রিয় মুর্হুতের ও প্রিয় মানুষ, প্রিয় দৃশ্যের ছবি তুলতে।
গত ২০১২ সালের ডিসেম্বরে বাড়ী যাবর সময় প্যানাসনিক লুমেক্স ১০ মেগাপিক্সেল ডিজিটাল একটি ক্যামরা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে অনেক ছবি তুলেছি আমার নিজ গ্রামের ও নিজ এলাকার, ছোট ছোট বাচ্চাদের, অনেকগুলো ছবি হতে কয়েকটি ছবি ব্লগ বন্ধুদের সাথে শেয়ার করলাম, হয়তো আপনাদের ভাল নাও লাগতে পারে, তারপরও যদি আমার দুর্বল ফটোগ্রাফীতে কেউ বিন্ধুমাত্র আনন্দ পান, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে মনে করবো।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




