গতকাল সারাদিন ছিল সোমবার,
অমর একুশে ছিল, ছিল ছুটি তার।
প্রভাব ফেরীতে যাব ভাবি খালি পায়,
এই ভেবে উঠে আসি রক্ত বেলায়।
সে আমায় বলে দেখো মিছিলের দল,
মুখে মুখে হাসি আর করে কোলাহল।
একুশের চেতনা কি তারা জানে না,
আমি বলি জানে তবু তারা মানে না।
শহীদেরা চায় না প্রভাত ফেরী,
চায় নাকো কবরে ফুল কাড়ি কাড়ি।
শহীদেরা চায় শুধু স্বাধীন এই দেশ,
সকলের মুখে চায় শান্তি-সুখের রেশ।
শহীদের চাহনিটা বড় অসহায়,
অসহায় চোখে তারা বলে যেতে চায়,
স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা বড়,
এই দেশকে ওগো প্রভু রক্ষা কর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


