ক্ষণকালের কিছু সুখ পেতে আমি ব্যস্ত হতে চাইনা
আমি চাই মহাকালের মহাকাশ ছুঁতে
শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত বিস্তৃত জীবনের
মমার্থ খুঁজে পেতে চাই। আর অফুরন্ত সৌন্দর্য্যে
উদ্ভাসিত হতে চাই, নতুন দিগন্তের অন্বেষণে।
মূহুর্তের এই আলো আধাঁরির রহস্য কি?
অফুরন্ত আয়ু আমি চাইনি কোনদিন-
রাসায়নিক এসিডের বিক্রিয়াময় ভালোবাসাও চাইনা।
চাইনা তাজমহলের সুতীব্র দীর্ঘনিঃশ্বাস।
চাই শুধু খুঁজে পেতে মহাকালের অতলের
বিশাল বিস্তীর্ণ রহস্যের ভাণ্ডার।
কিসের মোহে অন্ধ হয়ে ফেরাউন-নমরুদরা
বিধাতাকে দেখায় বৃদ্ধাঙ্গুলির স্পর্ধা।
অবাক বিস্ময়ে দেখি, তারাও তো ডুবে যায়-
তারপরও রয়ে যায় এদের অতৃপ্ত আত্মা,
পৃথিবীর বুকে তারা ফিরে আসে বারবার রক্তনেশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


