মনন করি প্রমত তনুমন মম
তমোহর তিয়াসা তোমা হ'তে আনিছে তুলি,
উপগত উপশম;
মাভৈঃ নমঃ নমঃ...এ মোদের পহেলা কি আখেরি পয়গম !
জানি নাই; তবু জানান পাই,
পক্ষীকূল যত পবন পেরোয়, পেরোয় যত দ্রুম,
তত তমসায় বেদিশা হ'য়া বাড়িতেছে বিভ্রম ।
যেমত ঘনঘটনার ঘুপচিতে আসমান পাতিলাম পোয়াতি প্রহরায়,
সেমত তোমার বাসনায় ভূমিষ্ঠ ভুবন মম চৈতন্যে উতরায়;
গাঢ় গাঢ় গঠণের বেদনায়-
আমাদের সংঘটন জ্বালিছে কী এক কৌম রোশনাই !
নিরুদ্দেশে নিভৃত যদিও
সেই কৌমের কোরকে, আহা, হামেশাই ধরা খাই !
তোমাতে আমাতে হ'তেছে যাহা এ যাবৎ,
বাসনার বুনুনে, তনুমনে যেন এক মাতোয়ারা মহরৎ;
আহা, গড়িতেছে আমাদিগরে যুগপৎ !
পৈতান লইলাম গায়; এহেন কথা পুছ না করিলেও কি আসে যায়,
তোমাতে আমাতে এ কোন পয়গম, কিসের ক্ষয় ?
জানি নাই আজো পিরিতি বাদে
তা'রে ভিন্ন কী যে কয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


