নিঝুম নাকি নেদারল্যান্ডের প্রোগ্রাম নিয়ে মিথ্যাচার করছে??? হেই বেডায়ও কি হাম্বালীগ নাকি??? আমি তো জানি হাম্বালীগরাই শুধুমাত্র মিথ্যা বলতে উস্তাদ!!! ওরা একটা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে রঙ মাখায় যেটাকে অনেকে সত্যের মত মনে করে।
নিঝুম মজুমদার হাম্বা কিনা জানিনা। তবে, সেও নাকি নেদারল্যান্ডে গিয়ে যা হয়েছে তা নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছে। হেই জন্য নাকি টবি ক্যাডম্যান অনুষ্ঠানের অডিও প্রকাশ করবে।
নিঝুম ব্যাডায় যদি রাজাকারদের বিচারের পক্ষে যুক্তি দিতে না পারে তাইলে বেডারে ওই কনফারেন্সে যেতে কইছে কে???
দেখুন এটা নিয়ে একজন রাজাকারের লেখা-----------------
বেশ কয়েকদিন আগে একটা লেখা দিয়েছিলাম ICC Assembly of State Parties Side Event on Bangladesh এর উপর। সেখানে নিঝুম মজুমদারের অসৌজন্যমূলক আচরণ। আইসিসি চেয়ারম্যানের বিরক্ত প্রকাশ। নিঝুমের মিথ্যার বিপরীতে ব্যারিষ্টার আবু বকর মোল্লার চ্যালেঞ্জ। চায়ের দাওয়াত। অবশেষে নিঝুম এর ভয় পেয়ে পলায়ন।
ঠিক এর পরের দিন নিঝুম তার ফেসবুক ষ্ট্যাটাস দেয়। সেখানে সে অনেক মনগড়া কথা লিখে। সে তার অনুসারীদের কাছে হিরো সাজতে চেয়েছিল। আমার ফেসবুক একাউন্ট সে আগেই ব্লক করে রেখেছিল (দীর্ঘ এক মাস সে আমার সাথে যুক্তিতর্কে না পেড়ে শেষমেষ অধৈর্য হয়ে সেটা করতে বাধ্য হয়)। .আমি আমার আরেক এক ফেসবুক ফ্রেন্ড মাধ্যমে তার ওয়ালে তার মিথ্যাচারের প্রতিবাদে লেখা পোষ্ট করি। সে টের পেয়ে পোষ্টটি ডিলিট করে দেয়। এক্যাউন্ট ব্লক করে দেয়। কিন্তু সে সাহস পায়নি যুক্তি দিয়ে সেই পোষ্টটির বিপরীতে লেখার। বরং তার চিরচারিত অভ্যাস একরাশ গল্প আর পাড়ার বখাটে, অশিক্ষিত, ও নির্লজ্জ ছেলেদের মতো কথাবার্ত। হায়রে নিঝুম!!!! লোকজন তোমার লেখা পড়ে আর হাসে, আর আফসোস করে তোমার বাবা-মা তোমাকে সুন্দর ও সুশ্রি ভাষা শেখাতে পারলো না।
একটু বলে রাখি, আমি বিভিন্ন ব্লগে তার এই কৃতকর্মের কাহিনী পোষ্ট করি। Amarblog.com এ আমি লেখা পোষ্ট করি। নিঝুম ও তার গ্যাং যুক্ত দিয়ে আমার বিপরীতে না লিখতে পেরে আমার এ্যাডমিন এর মাধ্যমে আমার লেখাটি মুছে ফেলে ও এক্যাউন্ট বন্ধ করে দেয়। বিজয় কার? আমাদের না নিঝুমের? বেচারা!!!!
যাই হোক, যে কারণে মূলত লেখতে বসেছি, সেটা বলি। নিঝুম তার ওয়ালে আইসিসি এর সেই কন্ফারেন্স নিয়ে বেশ বিছু মিথ্যাচার করেছে। এর মধ্যে সে লিখেছে Toby Cadman তার যুক্তির সামনে পরাজিত হয়েছে। তার চেহারা দেখে আইসিসির চেয়ারম্যানের খুব মায়া হয়েছে। জামায়াতের আইনজীবিরা তাদের কাছে পরাজিত হয়েছে ইত্যাদি। তার সেই মিথ্যাচারের জবাব Toby Cadman খুব জোরালো ভাবে দিয়েছে। তিনি তার পেজ এ লিখেছেন, তিনি ইভেন্টটির পুরো Auidio Recording পোষ্ট করবেন।এর মাধ্যমেই নিঝুমরে সেই মিথ্যার প্রমাণ হয়ে যাবে।
Toby Cadman Barrister-at-Law
"ICC Assembly of State Parties Side Event on Bangladesh. It has come to my notice that certain members of the audience have attempted to misrepresent the discussions of the event. Therefore, I will be issuing a public statement and posting the full audio recording to clear up any confusion."
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






