আজ এ্যলেক্সার রেংকিং দেখে থ খেয়ে গেলাম। আমার দেশ তো আমাদের সামুকে ছাড়িয়ে গেল। তাদের অবস্থান এখন ১১। আর সামু আছে ১২ তে। অনলাইনে এতদিন সামু এগিয়ে থাকলেও এখন কেন পিছিয়ে পড়ছে বুঝতে পারছি না।
এর একটা কারণ হতে পারে আস্তিক নাস্তিক নিয়ে মানুষের মনে এখন অনেক প্রশ্ন।
আর ব্লগার শব্দটা কিছু ফাউল লোকের কারণে এখন সম্ভবত অপ্রিয় হয়ে উঠছে। যার কারণে অনেক তরুণ এখন ব্লগে আসতে চায়না।
সামুকে তাই এ ব্যাপারে আর সচেতন হতে হবে।
বিতর্কিত পোস্টগুলিকে আর সুযোগ দেয়া চলবে না, গুটি কয়েক ব্লগার ছাড়া সবাই যে নাস্তিক নয় তা প্রমাণ করতে হবে।
এবং ব্লগে বিশেষ করে গালাগালির প্রতি নজরদারি করতে হবে। করণ ভালো একটা পরিবেশ না পেলে মুক্ত মতামতের তরুণ তরুণীরা ব্লগের প্রতি আগ্রহ পাবেনা।
সবচেয়ে বড় কথা হলো সামুকে তার নিরেপক্ষতা বজায় রাখতে হবে।
View this link
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



