
দারুণ উদ্যোগ। কিন্তু আমাদের পণ্য কিনবেটা কে? এত দাম দিয়ে কেনার সামর্থ্য কি ওদের আছে? RFL এর বদনা কেনার সামর্থ্য আছে বলেই তো মনে হয় না। শেষে দেখা যাবে শোরুমসহ লুট করে নিয়ে যাবে। এই লুটের অভ্যাস ওদের নতুন না, বরং স্বাভাবিক ঘটনা।
.
তাছাড়া কেউ ওখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলেও মনে হয় না। মানুষ সাধারণত নিজেদের চেয়ে উন্নত রাষ্ট্র খোঁজে ব্যবসা-বিনিয়োগের জন্য। আর আমরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ও ৫৪ বছর আগে আমাদের কাছে নাকে খত দিয়ে পরাজিতদের সাথে করার জন্য আকুল হয়ে উঠেছি। তবু আশাবাদী হতে চাই, নিশ্চয়ই ভালো কিছু হবে!
.
আসলে আমার মনে হয় এটা নরেন্দ্র মোদির চাল দিয়েই তাঁকে আটকানোর মতো ব্যাপার হচ্ছে। তিনি যেমন উচ্চ ট্যারিফ নির্ধারণের পর চীনের দিকে ঝুঁকেছিলেন আমেরিকাকে সাইড করে, বাংলাদেশও কি তাহলে সাময়িকভাবে নিজেদের দাম বাড়াতে বা মর্যাদা বুঝাতে ভারতের বুকে জ্বালা ধরিয়ে সাময়িকভাবে পাকিস্তানের দিকে ঝুঁকছে?
.
সে যাই হোক, এটার দরকার ছিলো। এখন বাংলাদেশের মানুষ বুঝবে পাকিস্তানিরা কী চিজ। ব্যবসা-বাণিজ্য করতে, ভ্রমণে ও চিকিৎসা করাতে এই সুযোগটা নিয়ে পাকিপ্রেমীদের তাই বেশি বেশি পাকিস্তান যাওয়া উচিত। তাহলেই না তারা বুঝবে ভারত আর পাকিস্তানের মাঝে পার্থক্যটা কতটা, কাদের সাথে সম্পর্ক রাখলে লাভ বেশি, কারা আমাদের আসল বন্ধু আর কাদেরকে বয়কট করতে হবে। তাহলেই না আমরা বুঝব আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানিদের প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে ভুল করেছিলেন নাকি ঠিক!
please follow: দেব দুলাল গুহ'র নিপুণ কথন
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


