যে পথ দিয়ে আমি কৃষ্ণ
যে পথ দিয়ে আমি কৃষ্ণ
হেঁটে হেঁটে যাই
ললিতারা সব পেছন থেকে
বলে দাঁড়াও দাঁড়াও কানাই
শুধাইলাম, “কি গো! ডাক ক্যানে মোরে?”
কয় তারা, “মরার বাঁশি বাজাও ক্যানে
ও কৃষ্ণ! থাকিতে পারিনা যে আর ঘরে।
বিষের বাঁশির সে কি জ্বালা
তুই কি তা বুঝবি নাকিরে বেটা কানা?!”
শুনিয়া কইলাম আমি
“ঐ মাঠেতে চরতে দিয়ে ধেনু
গাছের নিচে বসে
বাঁজাই... বাকিটুকু পড়ুন


