আমেরিকা বিশ্বব্যাপী তার আধিপত্য কায়েমের জন্য বিভিন্ন দেশে হামলা চালিয়েছে, যুদ্ধ করছে, শুরু করেছে নতুন সাম্রাজ্যবাদ। আবার কিছু দেশকে তারা তাদের ওয়াচ লিস্টে রেখেছে। বাংলাদেশও ছিল এই লিস্টে। তথকথিত সংখ্যালঘু নির্যাতনের অযুহাতে।তবে আ'লীগ সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা তার ওয়াচ লিস্ট থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে। বিষয়টি শুনতে ভাল লাগলেও সংশয় রয়েই যায়।
লক্ষ্য করলেই দেখা যাবে আমেরিকা তার আগ্রাসনের জন্য বেছে নিয়েছে মুসলিম অধ্যুষিত দেশগুলো। আফগানিস্থান, ইরাকে তারা আক্রমন করেছে ইসলামী জঙ্গি কিংবা ভয়ঙ্কর মারনাস্ত্রের ধূয়াতুলে।একই কায়দায় পাকিস্থানকেও বেছে নিয়েছে...
বাংলাদেশকে নিয়ে শংকা থেকেই যায় কারন এটি অন্যতম বৃহৎ মুসলিম রাস্ট্র। উপরন্তু ভৌগলিক অবস্থানগত দিক থেকেও বাংলাদেশ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। আবার মরার উপর খাড়ার ঘাঁ এর মত চলছে দেশে ইসলামী জঙ্গী উত্থানের ব্যাপক প্রচারনা। আমেরিকা তার ওয়াচ লিস্ট থেকে বাদ দিয়েছে -এটি খবরের প্রথম অংশ.. বাংলাদেশ এখন আমেরিকার হ্টি লিস্টে কিনা এখন তা চিন্তার বিষয়। বাকিটা সময়ই বলে দিবে...
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




