ছোট বেলায় আমিও বইটি অনেক বার পরেছি।নিধিরামের মোকসুদুল ব্লগ পরতে পরতে আবার বইটা হাতে নিতে ইচ্ছে হলো।
যথারীতি আমার প্রিয় সেকশন পরার সময় দারূন একখানা মাসআলা পেলাম। আপনাদের সবার জন্য এটা এই খানে দিলাম।
(উল্লেখ্য যে, মাসআলা টি অবশ্যই শূদ্ধ ভাষায় পরতে হবে।নচেৎ কাজে লাগবে না।)
মোকসুদুল মোমেনিন পৃষ্টা নং ৪০৬
"কেহ ভুলক্রমে নিজের বিবি বিবেচনায় অন্য স্ত্রীর সহিত সঙ্গম করিলে তখন ঐ স্ত্রীকে 'মোহরে - মেছেল' দিতে হইবে।এবং তাহার
এদ্দত পালন করা ওয়াজেব হইবে।এদ্দতের মধ্যে আপন স্বামীর
সহিতও সঙ্গম বারণ রাখিতে হইবে।ঐরূপ সঙ্গমে সন্তান জন্মিলে
'জারজ' হইবে।কিন্তু সন্তানটি ভুলকৃত লোকটিরই হইবে।এইরূপ সঙ্গমে কোন গূনাহ হইবে না। - (আ
পর বিবি রমনের কি দারুন তরিকা। ওয়া ভাই ওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



