বিদায় নেয়ার পথে রোমান্টিক ছাগল ( রো ছা) আমাকে বলে, চল তোমাকে ফুল কিনে দেই।
আশে পাশে কিন্তু কোন ফুলের দোকানের নাম গন্ধ নেই। আমি তো অবাক। আমাকে জানায় ফুলের দোকান বেশ দুরে, হাটতে হবে বেশ কিছুক্ষণ। জেরার মুখে সে স্বীকার করলো যে আগের বার আমাদের দেখা হওয়ার গল্প নিয়ে উনি লিখে বেশ ঝাড়ি খাইসেন ফুল না নিয়ে দেখা করার জন্য বন্ধুদের (এই নিয়ে আমরা আড়াইটা ডেট হল), সেই জন্য এখন আমাকে ফুল কিনে দিবেন।
তখন আমিও দিলাম তাকে এক ধমক। ইস , অন্যেরা যা বলবে তুমি তাই করবা? নিজের চিন্তায় এসব আসে না? মুখ বাকায় রো ছা। বল্লাম আজকে আর সময় নাই, কাজে ফেরত যেতে হবে। বিদায় নিলাম বেশ তাড়া হুরা করে, কারণ আমাদের কথা শেষই হয় না।
রো ছার সাথে পরিচয়ের এক মাস হবে ১০ তারিখে। খুবই উল্টা পুল্টা সময় আমাদের দুই জনের জন্যই। সেই জন্যই দুই জনই হয়তো কিছুটা উদাসীন, কিছুটা ভীত। আল্লায় জানে সামনে কি হবে? For now, we have agreed to enjoy each others company.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




