[সুপর্ণার কথা]
সময় বয়ে চলে তার নিজস্ব ধারায় কিন্তু এমন কিছু দিয়ে যায় যা বারবার নিয়ে যায় অতীত এ!তখনি বয়ে যায় শান্তির পরশ,ইশ আবার যদি যেতে পারতাম সেই পুরনো সময়ে!কেনো পারি না?আজকাল ভাবনা গুলি ঠিক কেমন ধূসর হয়ে যাচ্ছে-বুঝে উঠতে পারি না।তোমার স্মৃতি গুলি প্রায়শই সামনে আসে,বড্ড একা করে দেয় !তখনি... বাকিটুকু পড়ুন

আঁকা বাঁকা পথ- চলেছি নিরুদ্দেশ
মনে হয় চলেছি কোন ব্যস্ত নগরীর পথে
ব্যস্ত নগরী সেতো এক মহা জ্বালা
মানুষ গুলো নির্দয় নেই কোন মায়া।
দূরের মাঝে দেখা যায়-ঐ তো
বেশি দূরে নয় যে মহাকালের ছায়া
আর জোরে চলেনা ক্যান-মহাকালের খেয়া।
সামনের পথ ভন্ধুর,কণ্টকাকীর্ণ
মনে হয় সমুদ্রের তর্জন গর্জন মিশেছে সমীরে
খেয়া পার হয়ে যাবে কি নীলিমায়?
তোমাকে দেখার সেই কল্পনার... বাকিটুকু পড়ুন









