কল্পনাশ্রিত কোন ঘটনা জীবনের সাথে মোটামুটি সমান্তরাল হলে তাকে প্রচলিতভাবে উপন্যাস , গল্প (ফিকশন) ইত্যাদি বলা হয়। কল্পনাবহির্ভূত , ঘটনার বিবরণ না দিয়ে কল্পনামুক্ত চিন্তাশীল রচনাকে একইভাবে নন-ফিকশন বলা হয়। অর্থ্যাৎ , কল্পনার বাইরে গিয়ে কোন বিষয়ের সূত্র , তথ্য বিশ্লেষণই নন-ফিকশন।যেমন: প্রবন্ধ,বিজ্ঞান বিষয়ক বই,ভ্রমণ,ইতিহাস,পুরাণ,অর্থনীতি,জীবনী,আত্মজীবনী ইত্যাদি।
ফেসবুকে আমার দেখা সব বইয়ের গ্রুপই উপন্যাস , গল্প , কবিতা নিয়ে তৈরী।বইয়ের গ্রুপগুলোতে বেশির ভাগ সময়ই আলোচনা,লিংক শেয়ার এসব হয় গল্প উপন্যাস নিয়ে।বেশির ভাগ পাঠকের রুচির কারণে নন-ফিকশন অবহেলিত হয়েছে
আমি কয়েকদিন হল একটা ফেসবুক গ্রুপে জয়েন করেছি।গ্রুপটা শুধু নন-ফিকশন নিয়ে
নন্-ফিকশন বই লাভারস(non-fiction book lovers)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




