
ডিবি হারুন ভেবেছিলো ডঃ শফিকুল ইসলাম মাসুদ কে এরেস্ট করলেন,আর বাংলাদেশ ছাত্রশিবির বা জামায়াতে ইসলামি বাংলাদেশ আন্দোলনে রাস্তায় নেমে গুলি খাবে,গ্রেপ্তার হবে? অথবা মির্জা ফখরুল সাহেব যে এরেস্ট করলেন বিএনপি মাঠে নেমে গুলি খেলো? আপনি ইজ্জত বাড়িয়ে নিলেন? প্রমোশন? বেতন? সাব্বাস ব্যাটা উপাধি?
ডিবি হারুন কি কখনো ভেবেছিলো বন্দুকের ডগায় সমন্বয়কদের রেখে জোরপূর্বক স্টেটমেন্ট নিয়ে চাওমিন খাইয়ে দিলেই কিচ্ছা শ্যাষ? চব্বিশ ঘন্টাও পার হয়নি,এই জেনারেশন-জেড ডিবি হারুনকে ন্যাংটা করে বেইজ্জতি করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে।
কারাগার বড় করো,এই রাষ্ট্রের প্রতিটা গ্রাম থেকে শহর,বাড়ি থেকে বিল্ডিং,ডাইনিং টেবিল থেকে পড়ার টেবিলের প্রত্যকেই সমন্বয়ক হয়ে দাঁড়াবে। যত কচলাবা,যত অত্যাচার করবা তত রাস্তায় নামিয়ে আনবে তোমাদেরকে,শূন্য রাস্তায় ক্লান্ত হয়ে যাবা,বুলেট শেষ হয়ে যাবে,কারাগারে যখন আর জায়গা থাকবেনা তখন কারাগার ধ্বংস হয়ে যাবে। তোমাদের পালানোর পথ নাই,পথ একটাই বুলেট সাশ্রয় করো,বিদ্যাকে কাজে লাগাও,বিবেকের পথে আসো,তাছাড়া এই জেনারেশন-জেড থেকে মুক্তি মিলানো অসম্ভব,অসম্ভব।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



