ইহা আমাদের জানালা (windows) বিষয়ক একটি অলিখিত কবিতা
এক্সপি: একপাশে ম্যাক আমার
অন্য পাশে ভিস্তা;
একপাশে দামি,
অন্য পাশে সস্তা।
আমার দাম মাঝামাঝি বল...............নেবে কি?
ভিস্তা: বলবোনা পিসি fast করে দেব,
বলবোনা আমি বাগ শূন্য;
তবু প্রমিস করি,
দেব GUI performance অনন্য
আমার ভুয়া ভিস্তা বলো
নেবে কি?
এক্সপি: GUI performance যদি ভালো লাগে,
কাল হয়ে যাবে পুরোনো
আমার লাইসেন্স যদি চলে যায়
ফিরে আর আসবেনা.......
ম্যক: নয় গ্রাফিক্স নকল,
নয় শুধু প্রোগ্রাম সকল,
নই আমি বাগ এ ভরপুর;
জানি শুধু আমি,
আমার এই ওএস যাবে যে বহুদূর...............
আমি এপল এর ম্যাক বলো নেবে কি?
উপরোক্ত কবিতাটি একান্তই আমাদের নিজের। কেউ যদি এর সাথে নুপুর গানের কোন মিল খুজে পান তবে তা একান্তই কোকিলতালীয়
কপিরাইট © ২০০৮। একটি "রক্তাক্ত যোদ্ধা-নাফিস" যৌথ প্রযোজনা ও পরিবেশনা
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




