আমি যে বার বার হতাশ হয়ে পরি.তোমরাই তো নতুন নতুন সরকার বসাও.আর আমি স্বপ্ন দেখি.আবার হয়ত আমার চিকিৎসার কোন ব্যাবস্থা হবে.আমার কষ্টের,তোমাদের কষ্টের অবশান হবে.কিন্তু সেই স্বপ্ন কখনো পুরা হয় না.স্বপ্ন স্বপ্নই থেকে যাই.
আমার উন্নয়নের নাম করে তারা লাখ লাখ টাকা দিয়ে নিজেদের পেট মোটা করে.আর আরেক পক্ষ আমার ঘাড়ে চেপে সরকার গঠনের স্বপ্ন দেখে.কিন্তু তারা সবাই একই পথের পথিক.কেউ আমার উন্নয়ন চাই না.আর আমি নিজও কষ্ট পেতে থাকি.তোমাদের ও কষ্ট দিতে থাকি.
কিন্তু যতদিন পর্যন্ত মানুষের মত মানুষ দিয়ে আমার চিকিৎসার ব্যাবস্থা করাবেনা,আমার কোন উন্নতি হবে না.আমার অশুখ দিন দিন বেড়েই চলেছে.আমার শক্তি শেষ হয়ে আসছে.আমার প্রয়োজন তোমাদের কাছে কত বেশি আমি তা বুঝতে পারি.কিন্তু আমার যে কিছুই করার নেই.
তারা আমার সাহয্য না করুক.কিন্তু তোমরা প্রত্যেকেই আমার সাহায্য করতে পার.এই যে দেখ মার্কেট গুলোতে কি ভাবে আমার অপচয় হয়.বিল বোর্ড গুলোর জন্য ও.তোমাদের প্রত্যেকের ঘরে দেখ আমার কত অপচয় হচ্ছে.কিন্তু তোমরা চেষ্টা করলেই কিন্তু তা রোধ করতে পার.একটু সচেতন হতে হবে.
এই যে সামান্য বিদু্যৎ বাঁচবে হয়ত তোমার কোন গুরুত্বপূর্ণ কাজে লাগবে,কারো অপারেশনের সময় লাগতে পারে.সারাদিন পরিশ্রম করে আসা মানুষ টা মুখে হয়ত হাসি ফুটাতে পারবে.ইফতারীর সময় সারাদিন রোজা রাখা মানুষ গুলোর হয়ত বিদু্যৎ এর অভাবে মন খারাপ হয়ে যাবে না.
তাই তোমাদের কাছে অনুরোধ.তোমাদের যতটুকু সামর্থ্য আছে তাই কাজে লাগাও.তোমারা তো মানুষ নাকি.আর আমার চিকিৎসা টা কিছু ভাল মানুষের দিয়ে করাও.আমার কষ্ট কিন্তু দিন দিন বেড়েই চলেছে.সাথে সাথে তোমাদের ও.
আবার আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের কাজে লাগতে পারব.আবার কোন কানসাট হবে না.আবার তোমাদের মাঝে স্বস্তি ফিরে আসবে......সেই আশা করছি.
------------------------------------------------------------------------- --
বিন্দু বিন্দু বলু কণাই গড়ে উঠে মরভূমি.
সাবি্বর নিজে ঠিক তো??
কি লিখলাম....নিজেই জানিনা.
তবে স্বপ্ন দেখি.সবাই ভাল থাকুন.
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




