সবুজ চিলেকোঠা

লিখেছেন সাদাত কামাল, ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১:১৫

অনেক উঁচুতে টবের মাটিতে
জন্মেছে ছোট্ট গাছ,
কোথাও নেই প্রকৃতির ছায়া
সুউচ্চ দালানের সাজ।

সবুজ জীবনের রঙ _
তা না দেখিলে, মন-শরীরে
ধরে আলস্যের ঢঙ।

রঙের তৃষ্ণায় মানব হৃদয়
জট পাকানো শেকড়ের ঘাট
হাল্কা বৃষ্টি মিষ্টি রৌদ্র
চিলেকোঠায় সবুজের হাট।

০৯/৭/১৪
মালিবাগ, ঢাকা। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!