ঃআজ তুমি ক্যামন আছ ?
>ভাল আছি
ঃশরীর ভাল
>ভাল
ঃমন ভাল ?
>একটু খারাপ, মাঝামাঝি
ঃকি হয়েছ ?
>তাকি জানি, এলোমেলো
ঃ কখন হ'ল
>এইতো এখন
ঃক্যামন করে; এ অবেলায়ঃ ভরদুপুরে আকাশ ঢাকা নীলালোকে
ঃসত্যি বলছো ?
>মিথ্যে বলি যখন তখন তোমার সাথে
ঃনা । কক্ষণোতে পাইনি এমন আজ অবধি
>তবে কেন
ঃতা জানি না; মন বুঝি না তোমার মত
>তাই বুঝি
ঃসত্যি বলছি, দিব্যি মাথারঃ তোমার কথার
>থামো এবারঃ অনেক হ'ল, এবার রাখি
ঃপ্লিজ! আর একটু...
>আচ্ছা বল
ঃবলতে ক্যমন কাপছে বুক
>সাহস করো, তুমিনা পুরুষ
ঃতাইতো জানি; কিন্তু এখন...
>আচ্ছা রাখি
ঃনা, প্লিজ ধরো
>এবার বল
ঃভালবাসি
>তাই নাকি! কাকে ?
ঃতোমাকে
>তাই নাকি ? কখন হ'ল এমন অসুখ
ঃঅসুখ!
>অসুখই তো; মরণ অসুখ
ঃকিছু বল
>কি বলবো; সুখযে গেল
ঃকোথায় ?
>তোমার মাথায়ঃ বোকা পুরুষ
ঃসত্যি বলছো
>মিথ্যে বলি ?
ঃনা
>তা হ'লে
ঃজানি না; তুমি জান
>আমিও জানিনাঃকখন হয়েছে আমার মরণ তোমার সাথে
বোকা পুরুষ .........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



