হাসি তামসা।
হাসি তামসা সবার কম্য নহে!
বেদনা মোর চিরসাথী আকাশ বাতাশ কহে।
হাসি তামসা সবার কম্য নহে।
যাহা কারোর সয়না তাহা আমার হৃদয়ে সহে।
হাসি তামসা সবার কম্য নহে।
মনের ব্যাথা জেগে ওঠে মনে বারে বারে।
হাসি তামসা সবার জন্য নারে।
তাইতো রোজ করি গো খোজ, ঘুড়ি নদির পারে
মনে পরে তোমার ছিলাম আগে
তাই ভেবে মোর হৃদয়ের সব... বাকিটুকু পড়ুন

