একজন ধার্মিক মানুষ স্বপ্নে দেখলেন—
একজন বাদশাহ স্বর্গে আছেন, আর একজন সাধক নরকে।
তিনি আশ্চর্য হয়ে জানতে চাইলেন,
—“এ কেমন ব্যাপার? আমি তো ভেবেছিলাম ঠিক উল্টো হওয়া উচিত!”
তখন তাকে বলা হলো—
—“সেই বাদশাহ দরবেশদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখতেন, তাই তাকে জান্নাত দেওয়া হয়েছে। আর সেই সাধক রাজাদের সান্নিধ্যে থেকে তাদের হীন স্বার্থে মেতে উঠেছিল, তাই সে নরকে পড়েছে।”
তোমার জোব্বা, তসবীহ আর পচা কাপড়েরই বা কী দাম?
যদি হৃদয় বাজে অভ্যাসে ডুবে থাকে!
পাপ থেকে দূরে থাকো, সৎ থাকো—
তাহলে আর পাতা দিয়ে তৈরি টুপি পরে সাধু সাজার প্রয়োজন হবে না।
=====
শেখ সাদী, গুলিস্তাঁ
===========