আইডিয়ার রাজ্য--- এটা হবে আমার ৩য় বই।
আজ বইয়ের মূল পান্ডুলিপি স্টুডেন্ট ওয়েজের মাশফিক তন্ময় ভাই জমা নিয়েছেন।
আগের দুইটি বই উত্তরন প্রকাশনী থেকে বের হয়েছিলো - ২০২২ ও ২০২৩ সালের বইমেলায়। প্রকাশক জানিয়েছেন যে, বই দুটো ভালো চলেনি। কেন চলেনি? আমার মতে, আমার বইয়ে পাঠককে টানার মতো কিছু ছিলো না। এবারেরটা কেমন চলবে?
প্বথিবীর উন্নত দেশগুলোতে আইডিয়া নিয়ে অনেক বই বের হয়। কেন যেন, আমাদের দেশে এখনো হয় নাই! এই কথা চিন্তা করেই, আমার ১০০টা আইডিয়া নিয়ে 'আইডিয়ার রাজ্য' বইটি বের করছি।
আশা করি, এবারে পাঠকগণ সাড়া দিবেন
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




