somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

লেখার মত কিছু নাই!

আমার পরিসংখ্যান

সামস রবি
quote icon
মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দূরে রেখে সত্য

লিখেছেন সামস রবি, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

-----সামস রবি
কোটি বছর আগে থেকে আমি স্বাধীনতার খোঁজে
স্বাধীনিতা পেয়ে বার বার হয়েছি পরাধীন,
কখনো নিজেকে নিজে দিয়েছি সপে
কখনো ভুল স্বপ্নে করেছি আলিঙ্গন।

অদৃশ্য শিকলে বন্দী হয়ে
চাবি ফেলেছি ছুঁড়ে,
অন্ধের কাছে কলম রেখে
আপন হাতে দৃষ্টি তুলেছি উপড়ে।

পরাধীন হতে হতে আমি আজ ক্লান্ত
আজ আমার বিবেক, মন, দেহ, স্বত্বা ,
পূর্ণাঙ্গ পরাধীনতায় আবদ্ধ,
নিজেকে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

দাসের স্বীকৃতি!

লিখেছেন সামস রবি, ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২

--সামস রবি

অনেক কিছুই বলতে চাই,
মুখ চেপে ধরে ভয়ে!
মন তো আর চুপ থাকেনা
চিৎকার করে উঠে।

বুক ফেটে যায় মুখ ফোটেনা
আমি থাকি বাংলাদেশে,
যাচ্ছি হেঁটে বীর বলয়ে!
আছি যে পাগল বেশে।

কোকিল ঘুরে আশেপাশে,
কখন রাখবে কাঁদে পা!
সুযোগ ফেলেই উঁচিয়ে মাথা
বলবে; কথা বলবি না!

আমি আমার কাছে বন্দি
নিজের হাতে সাজিয়ে খাঁচা,
করছি চৌকিদারি!
মানুষ হয়ে জন্ম নিয়ে,
পেলাম; প্রজার (দাসের) স্বীকৃতি। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

ধ্বংসের প্রতীক্ষায়...

লিখেছেন সামস রবি, ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮

--সামস রবি

আমি তোমার কাছে বার বার ফিরে আসি!
শুধু অবহেলার জন্য,
হেরে যাওয়ার জন্য,
ব্যর্থতার লয়ে আমি অনেক বার জয়ি হয়েছি।
তুমি হয়তো বুঝতে পারনি।

আমার কবিতার একটি পংক্তির জন্য,
কতটুকু বিষাদের অহংকার প্রয়োজন,
কতটুকু হীনমন্যতা ঝাপটে ধরতে হয়,
তাও তুমি জানো না।
কখনো বুঝতেও পারনি।

নিজেকে পাল যুগ থেকে সমকালে নিয়ে এসেছি,
পাথর অগ্নি থেকে অদৃশ্য তরঙ্গ।
সভ্যতার নির্মম পরিহাসিত পরিবর্তন।
কিন্তু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

আমি তোমাকে ভালোবাসতে বলিনি!

লিখেছেন সামস রবি, ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০

___________________সামস রবি

আমিতো তোমাকে আপোষ করতে বলিনি,
বলেছি আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে ভালবাসতেও বলিনি,
বলেছি তুমি আমাকে ঘৃণা করো না।
আমি তোমাকে বিশ্বাস কর‍তে বলিনি,
বলেছি ভরসা করতে।
বিশ্বাস আর ভরসার মাঝে তফাৎ তুমি বুঝে নিও,
যদি না বুঝো! একবার বাবুই পাখির নীড়ে খেয়াল করো।

আমি তোমাকে ভালোবাসতে বলিনি,
বলেছি আমার দিকে তাকাও, দেখো চোখের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     like!

মা' কেমন আছিস?

লিখেছেন সামস রবি, ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

_____________সামস রবি
মা' কেমন আছিস তুই?
নিশ্চুপে ঘুমিয়ে আছিস?
নাকি চোখে রক্ত অশ্রু নেই বলে,
পাথর হয়ে গেছিস; শোকে।
মা' দেখছিস তুই, এখন সেই বায়ান্নো নয়
মা' এখন আমরা পরাধীনও নই।
আমাদের কাছে আছে, পাক হানাদারের নাকে খর দেওয়া আত্মসমর্পণের দলীল,
আছে একান্তই আমাদের লাল সবুজ।

মা' দেখ তুই এই সেই রাজপথ, যে পথ ভাষার জন্য... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

আজ বিশ্বাসের নিজস্ব আকাশ নেই

লিখেছেন সামস রবি, ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

___________________সামস রবি
গোধুলী বিকেল, বসে আছি বারান্দায়,
ঝিরঝির বাতাস গুলো বসন্তের ছোয়া দিচ্ছে।
গাছের ডালে বসে আছে ছোট্ট এক চড়ুই পাখি,
একটু পর আরেকটি চড়ুই পাখি উড়ে এসে বসল অন্যটির পাশে, একটু দুরত্ব রেখে!
মুহুর্তেই আবার চলে গেল উড়ে আসা চড়ুই।

ভাবনার কাননে তুমি চলে আসলে!
যদি এমনি কোন ক্ষণে জীবনের অসমাপ্ত কোন মোড়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

সাধারণ হতে চাই না!

লিখেছেন সামস রবি, ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

__________________সামস রবি
আর যাই হই না কেন সাধারন হতে চাই না, এই মাটি সাধারণের জন্য না!!
হতে চাই ডাক্তার, শিক্ষক, আইনজীবী হতে চাই রাজনীতিবিদ কিংবা বুদ্ধিজীবী,
পেতে চাই ক্ষমতা করতে চাই দালালি, চামচামি, চাতুরতা
করতে চাই ধর্ম নিয়ে ব্যবসা,
করতে চাই স্বাধীনতাকে পুঁজি, মুক্তিযুদ্ধ হবে দাঁড়িয়ে থাকার অনুষঙ্গ।
মানবতা হবে লাঠি, ধর্মকেও দিবো আঘাত,
অধিকার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

বৃষ্টিজল আর আমি

লিখেছেন সামস রবি, ০২ রা মে, ২০১৮ রাত ২:৪১

__________________সামস রবি

মধ্যরাত, ঘুমন্ত শহরে জ্যোৎস্না দেখছি
আকাশে নিরুপম সাজে তারা'রা সেজেছে,
বারান্দার গ্রিল ঠান্ডায় যেন জমে আছে
শীতল বাতাসে চারদিক আরো অপরূপ।
মাঝে মাঝে তন্দ্রা উকি দিয়ে যায়
কিন্তু ঘুমের ইচ্ছা শক্তি ঘুমিয়ে গেছে!
কেন বার বার মনে হচ্ছে?
কেউ আসবে, পাশে বসবে
আমি হাতে হাত রেখে বলবো;
দেখেছ তারা'রা জ্যোৎস্নার সাথে কেমন আলিঙ্গন করছে,
তাদের প্রেমের কুলেকুলে শীতলতার অঙ্গীকার।
তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

তিনিও কবি তাইতো অভিমানী

লিখেছেন সামস রবি, ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২২



__________________সামস রবি
তাঁর প্রায় প্রতিদিনই কলেজ আঙ্গিনার বকুল তলায় বসতে হয়
কখনো বই পড়ছেন কখনো'বা কিছু লিখার চেষ্টায় মত্ত।
কাঁধে ঝোলানো ব্যাগ নেই, দাঁড়ী নেই
তবে চিকন ফ্রেমের চশমা, আর মাঝে মাঝে পাঞ্জাবী পড়তে পছন্দ।
প্রায় প্রতিদিন কাউকে চিরকুট কাউকে চিঠি কিংবা কবিতা লিখে দিতে হয়
তাদের প্রিয়জনদের দি'বে বলে।
কখনো অবহেলিত হয়নি কোন যুগল
কত প্রেমের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন সামস রবি, ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭


#কেঁদেছিলাম_হৃদয়ের_সীমান্তের_ওপারে
________________সামস রবি
যেদিন আমি কেঁদেছিলাম তোমার হৃদয়ের সীমান্তের ওপারে,
সেদিন তুমি দাঁড়িয়ে থেকে শুধু তামাসা'টাই দেখেছিলে।
তোমার উপলব্ধি হয়েছে শুধু আমার অসহায়ত্বের দুর্বলতা'কে,
মূল্যহীনের মত চোখের জলে ধিক্কার দিয়েছিলাম আমার অযোগ্যতা'কে।
তোমার লালস্যতা আমাকে কখনো বানিয়েছে চোরাকারবারি কখনো দালাল
কখনো'বা তোমার স্বপ্ন বাহুল্য মনের বিরক্তের দুঃস্বপ্ন।
আমার সাদামাটা চাওয়া গুলো ছিল তোমার কাছে,
তোমার পা'য়ের অপ্রয়োজনীয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

রূপাও হাটছে হিমুর সাথে

লিখেছেন সামস রবি, ০২ রা জুন, ২০১৭ বিকাল ৩:৫৫


____________সামস রবি
সিমির মিয়া জানে আমার কাছে কোন টাকা নাই,
তবুও আমাকে জোর করেই উঠালেন তাঁর রিক্সায়।
উনি আমার কঠিন ভক্ত, তাঁর ধারণা আমার কাছে আধ্যাত্মিক কোন ক্ষমতা আছে
তিনি খুব আরাম করে বসে আস্তে আস্তে চালাচ্ছেন।
আসতে আসতে বলতেছেন- আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে আমাকে বলবেন
শয়তান টাকে ধরে নিয়া বুড়ি গঙ্গায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

অসমাপ্ত তোমার আমার কাহিনী

লিখেছেন সামস রবি, ২৪ শে মে, ২০১৭ দুপুর ২:০৯

______________সামস রবি

আমি শুধু-ই তোমার জন্য একটা কবিতা লিখবো
না না শুধু তোমার জন্য হবে কেন আমাদের জন্য দু'জনের জন্য
যেখানে তুমি শুধু নারী নও, আমি শুধু পুরুষ নই
আমরা মানুষ, কেউ কারো প্রতিবন্ধকতা নই-
হব বেঁচে থাকার সারথি।
যেখানে জ্যোৎস্না আমাদের অমাবস্যাও আমাদের,
ভোরের কুয়াশা, ঘাসের শিশির বিন্দু, বৃষ্টির রিনিঝিনি সব আমাদের
কোকিলের সুর, পদ্মা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

সামাজিক মাধ্যম ঝুলন্ত সম্পর্ক

লিখেছেন সামস রবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬



___________________সামস রবি

কোন এক রমণীর সাথে কিছুক্ষন কথা বলার পরে ;
যদিও এখনো দেখা হয়নি কুকিল কণ্ঠি'র চেহারা খানা
-আপনি তো কবি মানুষ.....
কথা থামিয়ে দিয়ে বললাম ;
-দেখুন আমি এখনো কবি হতে পারি নাই, তবে বলতে পারেন;
অমাবস্যায় পূর্ণিমার অপেক্ষায় থাকা অবুঝ বালক।
-অমন করে বলছেন কেন, আচ্ছা সে যাই হোক লিখেন তো ভাল।
বলার ছিল, আপনি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

কষ্টের পাহারাদার হবে?

লিখেছেন সামস রবি, ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮



________________সামস রবি

ও মেয়ে তুমি আমার কষ্টের পাহারাদার হবে
বিনিময়ে না হয় এ হৃদয়ের কোণায় কোণায় খুঁজে-
ছোট ছোট সুখ গুলো নিয়ে নিও,
যা আমাকে এখন বড্ড যন্ত্রনা দেয়।
আজ কষ্ট গুলো সাহসহীন অসহায়-
সব সময় কেন জানি নিরাপত্তা-হীনতায় ভুগছে,
তাইতো আজ আমি বড়ই চিন্তিত তাঁহাদের নিয়ে।

আমি চাই না আর সুখের আদলে উপহাসের উপত্যকায় ডুব সাঁতারু... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

হিমুর বিভ্রান্ত

লিখেছেন সামস রবি, ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭


________________সামস রবি
আজ বাদলকে দেখতে যেতে খুব ইচ্ছে করছে,
ও একটা বিড়ালকে কথা শিখাচ্ছে
ওর ধারণা ময়না, টিয়া যদি কথা বলতে পারে তবে বিড়ালও পারবে,
বিড়াল নাকি ওর কথা খুবই মনোযোগ দিয়ে চুপ করে শোনে
যদিও মেউ ছাড়া এখনও কিছুই বলতে পারে না।
কিন্তু কি করে যাবো ;
বাদলের এই কর্ম দেখে খালু খালাকে ডেকে কট্টর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৪৮২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ