ক্রেডিট উইথ প্লাস্টিক কার্ডঃ
কয়েকদিন আগে সাপ্লায়ারর্স ক্রেডিট সম্পর্কে লিখেছিলাম। আজ লিখব ক্রেডিট কার্ড সম্পর্কে।
ইস্যুকারী সংস্থার একটি দাবি হল ক্রেডিট কার্ড আপনার আগামী ১০ মাসের আয় আজই পকেটে রাখার সুযোগ করে দিচ্ছে।
দাবিটি ১০০% সঠিক। আরও কয়েকটি সঠিক ব্যপার নিচে তুলে ধরলাম।
ক) ১০ মাসের আয়ের সমপরিমাণ টাকা খরচের জন্য নিচ্ছেন। জমানোর জন্য নয়।
খ) আপনি নিজের অজান্তেই হয়ত সেই পণ্যটি আজ ভোগ করছেন যা কিনা আজ আপনার সামর্থ্যে বর্তায় না।
গ) ক্রেডিট কার্ড দিয়ে আপনি যদি দৈনন্দিন বাজার করেন তাহলে তা প্রত্যক্ষভাবে আপনার ব্যক্তিগত "ব্যলান্সশীটে" আসবে না, তা যাবে "প্রফিট & লস একাউন্টে"। (কারন দৈনন্দিন বাজার সদাই 'সম্পত্তিবাচক হিসাব' নয়)। অথচ ক্রেডিট কার্ড পাঞ্চ করলেই তা আপনার ব্যক্তিগত ব্যলান্সশীটে 'দায়মূলক' কলামে হিট করবে।
এর অর্থ, আপনি 'দায়' গ্রহণ করে 'সম্পত্তি' সংগ্রহ করেননি। (এ আঙ্গিকে ক্রেডিট কার্ড পাঞ্চ করে সম্পত্তিমূলক হিসাবে ব্যয় অনেক শ্রেয়)
ঘ) ক্রেডিট কার্ড সেই ইস্যুকারী প্রতিষ্ঠান আপনাকে নিয়মিত অন্যান্য ঋণ ক্রস-সেল আকারে বিক্রয় করে। উল্লেখ্য যে তাঁরা সর্বদাই আপনার ক্রয়-খরচ-পরিশোধ আচরণের উপরে নজরদারি করে।
আপনার সেভিংসের ক্ষমতা আছে দেখলেই তাঁরা আপনাকে আন্যন্য ঋণদান করতে উৎসুক।
ঙ) একটি ফ্রেশ গ্রাজুয়েট প্রথমে এই ঋণের "হোটেল ক্যালিফোর্নিয়াতে" প্রবেশ করে এই ক্রেডিট কার্ডের হাত ধরে। অতঃপর ৪৫ দিনের বাধন পেরিয়ে ৪৮" টিভি ক্রয়। রিলেশনশিপ ম্যানেজারের হাত ধরে ক্রেডিট কার্ডের বাধন পেরিয়ে ম্যারেজ লোন, কার লোন, ট্রাভেল লোন।
সর্বশেষে মধ্য-বয়সেই জীবনের ফাইন্যানশিয়াল ম্যানাজেমেন্ট যখন লেজে-গোবরে একাকার, তখন ভরসা "মিসেলেনিয়াস পারসনাল লোন।
কদিন আগে আমাকে একটি আর্থিক প্রতিষ্ঠানের টেলিসেলস থেকে একটি মেয়ে ফোন করেছিল ক্রেডিট-কার্ডের ব্যপারে। আমি নিতে না চাইলে সে জিজ্ঞেসা করে আমি আর কোন প্রতিষ্ঠানের কার্ড ব্যবহার করি।
আমার কোনটির-ই নেই শুনে সে বলল, "স্যার ক্রেডিট-কার্ড না থাকাটা তো একটি আন-প্রেস্টিজিয়াস ব্যপার"।
আমি বুদ্ধু হয়ে গেলাম।
যাই-হোক "হোটেল ক্যলিফোরনিয়ায়" জেনেশুনে প্রবেশ করা উচিত। "এক্সিট ডোর"-ও চিনে রাখা উচিত।
ও হ্যাঁ, ডেবিট- কার্ডও কিন্তু সেই একই প্লাস্টিক মানি। উইথআউট এনি হার্ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



